অবশেষে অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে ওয়েব সিরিজ ‘মুম্বই ডায়েরিজ্ ২৬/১১’। দীর্ঘদিন আগেই প্রকাশ্যে এসেছে সিরিজের ফার্স্ট লুক টিজার।মুম্বইয়ের কুখ্যাত ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার কাহিনি নিয়ে তৈরি এই সিরিজের স্ট্রিমিং শুরুর কথা ছিল গত মার্চেই।কিন্তু করোনা পরিস্থিতির কারণে তা অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যায়। অবশেষে সিরিজের মু্ক্তি নিয়ে নড়েচড়ে বসেছেন পরিচালক নিখিল আডবানী।আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে ‘মুম্বই ডায়েরিজ্ ২৬/১১’ ওয়েব সিরিজের ওটিটি স্ট্রিমিং, এমনটাই নির্মাতা সূত্রে খবর।সিরিজে মুখ্য ভূমিকায় দেখা যাবে মোহিত রায়না,কঙ্কনা সেনশর্মা,শ্রেয়া ধন্বন্তরি,টিনা দেশাই ছাড়াও আরও অনেককে।
আরও পড়ুন – ওয়েব সিরিজে ইতিহাসের গল্প
অবশ্য ২৬/১১/র মুম্বই হামলার গল্প নিয়ে ওয়েব সিরিজ এই প্রথম নয়।গতবছর লকডাউন চলাকালীন জি ফাইভ ওটিটি প্ল্যাটফর্মেও এই সত্যঘটনা নিয়ে একটি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছিল।সিরিজের নাম ‘স্টেট অফ সিজ্ ২৬/১১’।রীতিমতো জনপ্রিয় হয়েছিল অ্যাকশনে ভরপুর এই সিরিজ।তবে সেই অর্থে কোন বড় তারকাকে দেখা যায়নি ‘স্টেট অফ সিজ্ ২৬/১১’তে।
আরও পড়ুন – অজয়- ইশার ওয়েব ডেবিউ
তবে অ্যামাজন প্রাইমের ‘মুম্বই ডায়েরিজ্’-এর কাস্টিং রীতিমতো মাল্টিস্টারার।‘ভৌকাল’ এবং ‘উরি দ্য সার্জিক্যাল স্ট্রাইক’- এর সৌজন্যে অ্যাকশন স্টার হিসেবে খ্যাতি কুড়িয়েছেন মোহিত রায়না।অ্যামাজন প্রাইমের এই সিরিজেও দেখা যাবে এই বলিউডের মাচো অভিনেতাকে।পাশাপাশি ‘মুম্বই ডায়েরিজ্’এ অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা এবং শ্রেয়া ধন্বন্তরির মতো বলিষ্ঠ অভিনেত্রী।তাই সব মিলিয়ে অ্যাকশন প্যাকড এই সিরিজ নিয়ে যে দর্শকের আগ্রহ থাকবেই তা বলাই বাহুল্য।
আরও পড়ুন – প্রকাশ্যে ‘ভূত পুলিশ’-এর ট্রেলার