নিউটাউন এনকাউন্টার-কাণ্ডে নয়া মোড়। পঞ্জাব থেকে গ্রেফতার করা হল সুমিতকুমার নামে একজনকে। কে এই সুমিত? কীই বা তার পরিচয়? নিউটাউন পুলিশ জানিয়েছে, গুলির লড়াইয়ে নিহত দুই গ্যাংস্টারকে সাপুরজি আবাসনে এই সুমিতের নামেই ফ্ল্যাট ভাড়া দেওয়া হয়েছিল। নিউটাউন কাণ্ডের তদন্তে নেমে সুমিত কুমারের নাম উঠে আসে। পাওয়া যায় আধার কার্ড সহ আরও নানারকম তথ্য। তদন্তে ভরত কুমার নামে আরও একটি নাম উঠে আসে। প্রথমে পুলিশ ভেবেছিল ভরতকুমার আর সুমিতকুমার একই ব্যক্তি।
পরে জানা যায় দু’জনে আলাদা। পুলিশ সূত্রে খবর, পঞ্জাবে গাড়ির ব্যবসা রয়েছে সুমিতের। ভরতেরও গাড়ির ব্যবসা রয়েছে সেখানে। সেই সূত্রেই তাঁদের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। তদন্তে নেমে শুক্রবার মোহালি থেকে সুমিতকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশের ইন্টারনাল সিকিউরিটি টিম। শুক্রবার গ্রেফতারির পর সুমিত পুলিশের কাছে স্বীকার করে নিয়েছে, যে সে নিজের পাসপোর্ট, আধার কার্ড সহ বেশ কিছু পরিচয়পত্র দিয়েছিল ভরত কুমার ও এক তৃতীয় ব্যক্তিকে। সেই ভরত কুমারই নিউটানের ওই ফ্ল্যাট ভাড়া নেয়।
এই ঘটনায় অনিল দুগ্গার নামে আরও একজনের কথা উঠে আসছে। এই অনিল দুগ্গারের ফোনের সূত্র ধরেই সুমিতকুমারের খোঁজ পায় পুলিশ। তাকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ। অন্যদিকে, সেদিনের ঘটনার পর থেকেই আতঙ্কে রয়েছেন সাপুরজি আবাসনের বাসিন্দারা। নিরাপত্তা বাড়াতে পুলিশের বিশেষ দল মোতায়েন করা হয়েছে সেখানে।