কাবুল: কুড়ি বছরের ‘লড়াই’য়ের পর সফল হয়েছি৷এটা গর্বের মুহূর্ত৷ আফাগনিস্তান জয়ের পর প্রথম প্রতিক্রিয়া তালিবানদের৷ তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এই কথা বলেন৷ এই প্রথমবার পর্দা ছাড়া তাঁকে দেখেছে গোটা বিশ্ব৷ এতদিন তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকত৷এ দিনের সাংবাদিক সম্মেলনে মুখের পর্দা সরিয়ে তালিবান মুখপাত্র আরও বলেন-
আফগানিস্তানে বিভিন্ন দেশের দূতাবাস নিরাপদ থাকবে৷ বিদেশী নাগরিকদের সাহায্য করা হবে৷
আমরা শান্তিপূর্ণ সরকার চাইছি৷আমরা আর কোনও প্রকার অশান্তি চাইনা৷ কারও বিরুদ্ধে বদলা নেওয়ারও কথা ভাবছি না৷
ঘানি সরকারের অপদার্থের কারণে দাঙ্গা বাজরা লুঠপাঠ চালাচ্ছে৷ কোথাও কোথাও অশান্তি রয়েছে৷ তা দ্রুত নিয়ন্ত্রণে আনা হবে৷
আমাদের এক ধরণের ধর্মীয় অনুশাসন রয়েছে৷ তা মানার অধিকার রয়েছে৷ বিশ্বের অন্যান্য ধর্মের মতো৷
শরিয়ত আইন অনুয়াযী মহিলাদের যা যা প্রয়োজন তা আমরা দিতে প্রস্তুত৷ আমরাও মহিলাদের আধিকার নিয়ে কথা বলছি৷
আমেরিকা ও তার সহযোগী দেশ গুলির কোনও ক্ষতি করবে না তালিবান৷ বিশেষ করে যারা এখানে কাজ করেছে৷
কুড়ি বছরে আমাদের দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে৷ আগের তালিবান আর এখনকার তালিবান এক নয়৷
সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছেন তালিবান নেতারা৷ছবি-সৌজন্যে টুইটার
যত দ্রুত সম্ভব সরকার গড়া আমাদের লক্ষ্য৷ দেশের সমস্ত সীমান্ত আমাদের দখলে৷ তাই অস্ত্র পাচার অভিযোগ ভিত্তিহীন৷
যারা মত প্রকাশের স্বাধীনতার কথা বলে তাঁদের বলুন ফেসবুককে গিয়ে জিজ্ঞাসা করতে৷
দেশ ছেড়ে কেউ পালিয়ে যাক আমরা চাই না৷ এই দেশ আমাদের যেমন, ঠিক তেমনি এদেশে বসবাসকারী সকলের দেশ৷
সাংবাদিক সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা৷ ছবি-সৌজন্যে টুইটার