মালদহ : মালদহ জেলার বামনগোলা পঞ্চায়েত সমিতি বিজেপির হাতছাড়া। মঙ্গলবার বামনগোলা পঞ্চায়েত সমিতির দখল নিল তৃণমূল কংগ্রেস। ১৮ টি আসন বিশিষ্ট বামনগোলা পঞ্চায়েত সমিতির মধ্যে গত পঞ্চায়েত ভোটে বিজেপি ১০ টি আসনে জয়লাভ করে পঞ্চায়েত সমিতি গঠন করে। পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন উৎপল সরকার। তৃণমূল কংগ্রেস ৮টি আসনে জয়লাভ করে বিরোধী দলের মর্যাদা পেয়েছিল।
আরও পড়ুন : মালদহে তিন বছরের মেয়েকে গলা কেটে খুন করল মা
গত বিধানসভা নির্বাচনের পর বিজেপির ১০ জন সদস্যের মধ্য ৪ জন সদস্য আন্না রায়, পারুল কুজুর, সঞ্জিত মণ্ডল এবং সুমিত্রা রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই যোগদানের ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় ১২ জন। তৃণমূলের পক্ষ থেকে বামনগোলা বিডিওর কাছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অনাস্থা ডেকে চিঠি দেয়। মঙ্গলবার বিডিও আস্থা ভোটের জন্য দিন নির্ধারণ করেন। এদিন তৃণমূল কংগ্রেসের ১২ জন সদস্য উপস্থিত থাকলেও বিজেপির পক্ষ থেকে কেউ উপস্থিত হয় নি। ফলে বিনা ভোটে পঞ্চায়েত সমিতির সভাপতি মনোনীত হন তৃণমূল কংগ্রেসের সদস্য সেরিনা আকতার বানু। সমগ্র মিটিং পরিচালনা করেন বামনগোলা ব্লকের বিডিও রাজু কুণ্ডু।