পরিবার আটকে আফগানিস্তানে| আতঙ্কে দিন কাটছে রশিদ খানের| আফগানিস্তানের দখল নিয়েছে তালিবানরা| গোটা দেশ জুড়ে চূড়ান্ত বিশৃঙ্খলা| সেই ঘটনাতেই আতঙ্কিত বিশ্ব ক্রিকেটের তারকা বোলার রশিদ খান|
আমেরিকা সেনা প্রত্যাহারের পর থেকেই আফগানিস্তান জুড়ে তালিবানী তান্ডব শুরু হয়ে গিয়েছিল| মাত্র কয়েকদিনের মধ্যেই দেশের দখল নিয়েছে তারা| দেশছাড়া হয়েছেন আফগান রাষ্ট্রপতিও|
এমন অবস্থায় আফগানিস্তান ছাড়াপ জন্য হুড়োহুড়ি পরে গিয়েছে আফগানদের| সেসময়ই পরিবার নিয়ে চিন্তায় রশিদ খান| তিনি রয়েছেন ইংল্যান্ডে| সেখানে দ্য হান্ড্রেডে ট্রেন্ট রকেটের হয়ে খেলছেন এই তারকা স্পিনার|
সেখানেই দুশ্চিন্তার কথা জানিয়েছেন কেভিন পিটারসনকে| আর সেই খবরেই আতঙ্কিত সকলে| রশিদের পরিবার এখনও আটকে রয়েছে আফগানিস্তানে| সময় যত এগোচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়েছেন তিনি|
Peace ????????????
— Rashid Khan (@rashidkhan_19) August 15, 2021
একইসঙ্গে আফগানিস্তানের এমন অবস্থায় রশিদ খান ও নবির আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহীতে আসা নিয়েও শুরু হয়েছিল জল্পনা|
যদিও সে ব্যপারে আশ্বস্ত করেছে সানরাইজার্স হায়দরাবাদ টিম ম্যানেজমেন্ট| আইপিএলে দুই ক্রিকেটারই খেলতে আসবেন বলেই জানিয়েছেন হায়দরাবাদের সিইও| কিন্তু এমন অবস্থায় তারা কতটা মানসিক ভাবে নিজেদের ঠিক রাখতে পারবেন তা নিয়েও চিন্তায় সকলে|