সোশ্যাল মিডিয়ায় নতুন একটি ছবি পোস্ট করেছেন টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যেখানে দেখা যাচ্ছে তার পরনে লাল শাড়ি,হাতে শাঁখা-সিঁদুর ,নিচের দিকে তাকিয়ে আছেন নববধূর সাজে শ্রাবন্তী। ছবি দেখে নেটিজেনরা হকচকিয়ে উঠেছেন তাহলে কি শ্রাবন্তী আবার চতুর্থ বারের জন্য বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? পরে অবশ্য শ্রাবন্তী নিজেই তা খলসা করেছেন। তিনি একটি ব্রাইডাল ফটোশুটের জন্য এই সাজে নিজেকে তৈরি করেছেন। শ্রাবন্তীর বৈবাহিক জীবন এখন টলিপাড়ার চর্চার বিষয়।কারণ তার বিয়ে মানেই তা তাঁর ফ্যানেদের আলোচনার বিষয়। কৌতুহল বাড়িয়ে দেয়। ২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। তাদের এক সন্তানও আছে, অভিমুন্য। রাজিবের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর প্রেমিককে বিয়ে করেন অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের বিয়ে হয়। কিন্তু বছর পেরোতে না পেরোতেই আবার বিবাহবিচ্ছেদ এবং ২০১৯ সালে রওশনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রাবন্তী। কিন্তু রোশানের সঙ্গেও সাংসারিক জীবনে শুরু হয় টানাপোড়েন। গতবছর শারদ উৎসবের সময় থেকেই দুজনে আলাদা থাকছেন। টলিপাড়ায় খবর এবার তাদের সংসারও ভাঙতে চলেছে। অবশ্য দু’একদিন আগে রোশান সোশ্যাল মিডিয়ায় শ্রাবন্তীর কাছে ফিরে আসার আবেদন করেছেন। আদালতে এ বিষয়ে রোশান মামলাও করেছেন। তবে শ্রাবন্তীর তাতে নাকি সায় নেই।