গুয়াহাটি: অসম কংগ্রেসকে জোর ধাক্কা দিয়ে দল ছাড়লেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব৷ সোমবার সকালে নিজের টুইটার বায়ো পরিবর্তন করে নিজেকে দলের প্রাক্তন সদস্য বলে উল্লেখ করেন তিনি৷ তখনই সুস্মিতার দল ছাড়ার কথা জানাজানি হয়৷ পরে প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বলের টুইটে পরিষ্কার হয়, কংগ্রেস ছেড়েছেন সুস্মিতা৷ তাঁর পরবর্তী গন্তব্য সম্ভবত তৃণমূল কংগ্রেস৷ সু্স্মিতা এখন কলকাতায়৷ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের দু’নম্বর ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছেন তিনি৷
আরও পড়ুন: BREAKING: পেগাসাস আড়িপাতা কাণ্ডে সুপ্রিমকোর্টে হলফনামা কেন্দ্রের
সুস্মিতার যোগদান নিয়ে এখনও তৃণমূল শিবির থেকে কিছু জানানো হয়নি৷ তবে সূত্রের খবর, সুস্মিতাকে দলে নিতে উৎসুক তৃণমূলও৷ ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার পর সুস্মিতাই হতে পারেন অসম তৃণমূল কংগ্রেসের মুখ৷ তাঁকে সামনে রেখে বিজেপি শাসিত এই রাজ্যে সংগঠনকে তৈরি করবে বাংলার শাসক দল৷ আগামী লোকসভা ভোটের দিকে তাকিয়ে উত্তর-পূর্বের রাজ্যগুলিকে টার্গেট করেছে তৃণমূল৷ ইতিমধ্যে অসমের পড়শি রাজ্য ত্রিপুরাতে ডাল-পালার মত সংগঠনকে বাড়াতে শুরু করেছে তারা৷ এবার তৃণমূলের লক্ষ্য অসম৷
আরও পড়ুন: তালিবানের প্রাণভয়ে দেশ ছাড়তে কাবুল বিমানবন্দরে থিকথিকে ভিড়
অসম কংগ্রেসের অন্যতম বড় নেত্রী সুস্মিতা দেব৷ তাঁর বাবা সন্তোষ মোহন দেব ছিলেন অসম কংগ্রেসের অন্যতম প্রভাবশালী ও জনপ্রিয় বাঙালি নেতার একজন৷ সেই সুস্মিতা দেব কংগ্রেসের সঙ্গে তিন দশকের সম্পর্ক ছিন্ন করে গত রবিবার সোনিয়া গান্ধীকে চিঠি লিখে দল ছাড়ার কথা জানিয়ে দেন৷ শিলচরের প্রাক্তন সাংসদের কংগ্রেস ছাড়ার কারণ স্পষ্ট নয়৷ তবে সুস্মিতার দল ছাড়ার পর কংগ্রেসের অন্দরে ফের মাথাচাড়া দিয়েছে নেতৃত্ব নিয়ে পুরনো বিবাদ৷ কংগ্রেসের আইনজীবী নেতা কপিল সিব্বল টুইটে লেখেন, দলের প্রাথমিক সদস্যপদ ছেড়েছেন সুস্মিতা দেব৷ তরুণ নেতারা দল ছেড়ে বেরিয়ে যাচ্ছেন৷ আর দলকে শক্তিশালী করতে চাওয়া আমাদের মত পুরনো নেতাদের ঘাড়ে দোষ চাপানো হচ্ছে৷