কলকাতা: এক সময়ে দিদির সঙ্গে তাঁকে দেখা যেতো। বিভিন্ন পুজোর অনুষ্ঠানে তাঁকে দেখা গিয়েছে দিদি মমতার পাশে। তৃণমূল নেতাদের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে। সেই ব্যক্তিই কিনা ভোটের আগে নাম লেখান বিজেপি শিবিরে। পদ্মের প্রার্থী হয়ে লড়াই করেন তৃণমূলের বিরুদ্ধে। যদিও জিততে পারেননি।
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের দিন জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন করে বিতর্কে জড়ালেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
আলোচিত ব্যক্তি হলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দক্ষিণ কলকাতার বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী। রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করতে পারেননি তিনি। স্বাভাবিকভাবেই পরাজয়ে মন খারাপ হয়েছিল তাঁর। আড়াই মাসে পরে যেন ছবিটা বদলে গেল।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে এখন বেজায় খুশি অভিনেত্রী শ্রাবন্তী। কারণ জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি মাসের ১৩ তারিখ ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্মদিন। ওই দিন নবান্ন থেকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জনাইয়ে চিঠি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা। খুব স্বাভাবিকভাবেই এর থেকে খুশির আর কী হতে পারে!
আরও পড়ুন- স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উসকানিমূলক স্লোগান ঘিরে গোষ্ঠী সংঘর্ষ
রবিবার স্বাধীনতা দিবসের দিন রাতে সেই চিঠিত ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন টালিগঞ্জের মিষ্টি অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে উদ্দেশ্য করে লিখেছেন, “শুভ জন্মদিনে আমার অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। আগামীতে আসুক আরও সাফল্য, আরও আনন্দ, এই শুভেচ্ছা রইল। পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো।”
সেই চিঠি ফেসুকে পোস্ট করে ক্যাপশনে শ্রাবন্তী চট্টোপাধ্যায় লিখেছেন, “আমি সত্যি সম্মানিত। এটা আমার জন্মদিনের সেরা উপহার। দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ।” ভোটের আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপতে নাম লিখিয়েছিল। ভোটের পরে সেই ছবি উলটো হয়ে গিয়েছে। এই অবস্থায় বিজেপি প্রার্থীকে মুখ্যমন্ত্রীর চিঠি নয়া রাজনৈতিক জল্পনা তৈরি করলে রাজ্য রাজনীতিতে।
আরও পড়ুন- সংসদে আলোচনা ছাড়াই বিল পাস কেন, প্রশ্ন প্রধান বিচারপতির