বৃহস্পতিবার বড়পর্দায় মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের স্পাই থ্রিলার ফিল্ম ‘বেল বটম’।টিকিট কাউন্টারের ভীড় এড়াতে শনিবার থেকেই শুরু হয়ে গিয়েছে ছবির অনলাইন টিকিট বুকিং।সদ্যই সেন্সর সার্টিফিকেটের জন্য সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন অথবা সিবিএফসি-র কাছে পাঠানো হয়েছিল ছবি।১৯৮৪সালে ঘটে যাওয়া এক বিমান অপহরণের সত্যঘটনা অবলম্বনে তৈরি হয়েছে রঞ্জিৎ এম তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’-এর কাহিনী ও চিত্রনাট্য।পাশাপাশি ছবিতে রয়েছে দেশের তৎকালীন প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু বিতর্কিত বিষয় এবং চাঞ্চল্যকর ঘটনা।
আরও পড়ুন – ‘বেলবটম’-এর হাত ধরেই শাপমুক্তি?
বর্তমানে সিনেমা অথবা ওয়েব সিরিজে প্রতিরক্ষা সংক্রান্ত কোন বিষয় থাকলে তা রীতিমতো খুটিয়ে দেখে সেন্সর বোর্ড।যেহুতু ‘বেল বটম’-এ বেশ কিছু প্রতিরক্ষা সংক্রান্ত চাঞ্চল্যকর ঘটনা রয়েছে, সেহুতু ছবির বেশ কিছু দৃশ্য বাদ পড়তে পারে, এবং সেন্সর বোর্ডের কাছে ‘বেল বটম’ হয়তো UA সার্টিফিকেট পাবে না,এমন দুশ্চিন্তাতেই ছিলেন ছবির নির্মাতা এবং কলাকুশলীরা। শনিবারই ‘বেল বটম’-এর সেন্সর সার্টিফিকেট পাশ করেছে সিবিএফসি।
আরও পড়ুন – কপিল-আক্কির খুনসুটি
অপ্রত্যাশিত ভাবে নির্মাতাদের সব দুশ্চিন্তায় জল ঢেলে ইউএ ছবির তকমা পেয়েছে ছবি।তার চেয়েও বড় কথা, ছবির একটি দৃশ্যেও কাঁচি চালায় নি সেন্সর বোর্ড।এতেই খুশি ‘বেলবটম’-এর নির্মাতারা।সববয়সী দর্শকের জন্যই তৈরি হয়েছে অক্ষয়ের এই নতুন ছবি।সিনেমা হলে সপরিবারে সিনেপ্রেমী দর্শক ‘বেল বটম’ দেখতে আসবেন, এমনটাই আশা তাঁদের।
আরও পড়ুন – অগ্রিম বুকিং শুরু