আর মাত্র কিছুক্ষণ। রাত পোহালেই ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। রাজ্যজুড়ে সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় নানান ভাবে এই দিনটিকে পালন করা হবে। ধুমধাম করে স্বাধীনতা দিবস উদযাপনের কর্মসূচি রয়েছে অনেক প্রতিষ্ঠানেই। এদিক থেকে পিছিয়ে নেই হাতিবাগান স্বাধীনতা দিবস উদযাপন কমিটিও।
আরও পড়ুন স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা বলয়ে রেড রোড
এই কমিটির পক্ষ থেকে ঠিক রাত বারোটার সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন অতীন ঘোষ।দীর্ঘ ৩৯ বছর ধরে এই ক্লাবে স্বাধীনতা দিবসটিকে নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা হলেও এবছর তা বন্ধ রয়েছে করোনার জেরে। করোনা আগে এই ক্লাবে আগের দিনগুলোতে বিভিন্ন মনীষীদের প্রদর্শনশালা চলত তিন দিন ধরে। সঙ্গে থাকত নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও রক্তদান শিবির।তবে করোনা আবহেই স্বাধীনতা দিবস পালন করা হলেও, আগের মতো সেই জৌলুস নেই।
আরও পড়ুন প্লাস্টিকমুক্ত ভারতের পথ দেখাচ্ছে কলকাতা, কাগজের জাতীয় পতাকার রমরমা বাজারে
তবে এবছর দুটি ক্যাম্প করে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।থাকছে বিশিষ্ট শিল্পীদের নিয়ে রাতের দিকে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান ।তবে সবটাই করোনা বিধি মেনেই করা হবে।একইসঙ্গে ক্লাবে রাখা হয়েছে বড় পর্দা।যেখানে দূরত্ব বিধি মেনে একত্রে গান শুনতে পারবেন স্থানীয় বাসিন্দারা। এইভাবেই ৭৫ বছরের স্বাধীনতা দিবস উদযাপন করছে হাতিবাগান স্বাধীনতা দিবস উদযাপন কমিটি।
আরও পড়ুন দেশে দ্বিতীয় ঢেউয়ে অসংখ্য মৃত্যু, স্বাধীনতা দিবসের আগে ব্যথিত রাষ্ট্রপতি