কলকাতা: শাসক হওয়ার লক্ষ্যে লড়াই নেমে ব্যর্থ হতে হয়েছে বিজেপিকে। অনেক বড় প্রত্যাশা জুগিয়েও অধরা থেকে গিয়েছে বাংলার মসনদ দখলের স্বপ্ন। বাংলার রায় অনুসারে এখন রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিজেপি। সেই অনুযায়ী রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি নিতে চলেছে পদ্ম শিবির। এমনই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন- পেট্রোল এগোলেও অর্থনীতি থেকে কর্মসংস্থানে পিছোচ্ছে ‘মোদির ভারত’
ভোট পরবর্তী হিংসার কারণে বিজেপির অনেক নেতাকর্মী খুন হয়েছেন। অনেকের বাড়ি এবং দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার ভাঙচুর করা হয়েছে। অনেকেই বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিলেন। এমনই অভিযোগ করে আদালতে যায় বিজেপি। জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা এসে বিভিন্ন জায়গা ঘুরে রিপোর্ট পেশ করে আদালতে। মামলা এখনও বিচারধীন। মানবাধিকার কমিশনের রিপোর্টে বিজেপির অভিযোগকেই মান্যতা দেওয়া হয়েছিল।
আরও পড়ুন- দেশভাগের স্মরণে ‘বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস’ পালন করবে মোদি সরকার
সেই ভোট পরবর্তী হিংসার ঘটনাকেই আরও বড় করে প্রচার করতে নয়া কর্মসূচি নিতে চলেছে বিজেপির বঙ্গ ব্রিগেড। বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পাওয়া চার মন্ত্রী করবেন ‘শহিদ যাত্রা’। সমগ্র রাজ্য জুড়ে রাজনৈতিক হিংসার শিকার হওয়া বিজেপি কর্মীদের বাড়িতে যাবেন ওই সকল মন্ত্রীরা। ওই চার মন্ত্রী হলেন- শান্তনু ঠাকুর, জন বার্লা, নিশীথ প্রামাণিক এবং সুভাষ সরকার।
এই বিষয়ে শনিবার বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, “নতুন মনোনীত বাংলার চার মন্ত্রীরা সমগ্র রাজ্য জুড়ে ‘শহিদ যাত্রা’ করবেন। ভোট পরবর্তী হিংসায় বিজেপি যে সকল কর্মীরা প্রাণ হারিয়েছেন তাঁদের বাড়িতে যাবেন। পরিবারের সঙ্গে কথা বলবেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসায় ৫৫ জন বিজেপি কর্মী প্রাণ হারিয়েছেন।”