বলিউডে কমেডি ছবির প্রসঙ্গ উঠলেই সবার আগে মনে আসে প্রিয়দর্শনের ‘হেরা ফেরি’ ছবির কথা।ছবির বহু ডায়লগ আজও সিনেপ্রেমী বহু মানুষের মুখস্থ।বক্সঅফিসে ‘হেরা ফেরি’ সফল ছবি তো বটেই,সমালোচকরাও মুগ্ধ মজাদার এই ফিল্ম দেখে।মুক্তির ২১বছর পর ছবির পরিচালক প্রিয়দর্শনকে কটাক্ষ করলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।তাঁর অভিযোগ,প্রিয়দর্শন নাকি ‘হেরা ফেরি’-তে মন দিয়ে তার পরিচালনার কাজটুকু করেননি।কিন্তু হঠাৎই কেন এই নিয়ে মুখ খুললেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।
আরও পড়ুন – বছর শেষে হেরাফেরি ৩?
কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে প্রিয়দর্শনের নতুন ছবি ‘হাঙ্গামা ২’।ছবির প্রমোশনাল আড্ডায় উঠেছিল হেরা ফেরির প্রসঙ্গ।‘হেরাফেরি’-র পরিচালনার দায়িত্বে প্রিয়দর্শন থাকলেও,’ফির হেরা ফেরি’ ছবিতে বদলে যায় পরিচালক।প্রিয়দর্শনের বদলে পরিচালকের চেয়ারে বসেন ‘হেরা ফেরি’ সহ প্রিয়দর্শনের বহু ছবির চিত্রনাট্যকার নীরজ ভোরা।কিন্তু কেন ‘ফির হেরা ফেরি’-র পরিচালনা করলেন না প্রিয়দর্শন? ‘হাঙ্গামা ২’ এর প্রমোশনে উঠেছিল সেই প্রশ্নই।উত্তরে পরিচালক জানিয়েছিলেন,’হেরা ফেরি’-র মতো কিংবদন্তী ছবির সিক্যুয়েল বা প্রিক্যুয়েল করা মোটেও উচিৎ নয়।এতে মূল ছবিরই নাম খারাপ হয়।সেই কারণেই ‘ফির হেরা ফেরি’ তৈরি করতে রাজি হননি তিনি।
আরও পড়ুন – অক্ষয় মোহনলালের মতো
দীর্ঘদিনের সুসম্পর্ক স্বত্বেও পরিচালকের এহেন মন্তব্যে রীতিমতো চটেছেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালা।তাঁর আরও অভিযোগ, কলাকুশলীদের ‘ফির হেরা ফেরি’-তে কাজ না করার জন্যও প্রনোদিত করেছিলেন প্রিয়দর্শন।ফিরোজের এই অভিযোগের পর বিষয়টি নিয়ে প্রিয়দর্শন আর কি বলেন এখন সেটাই দেখার।
আরও পড়ুন – মিজানেই ভরসা প্রিয়দর্শনের