আগামী বৃহস্পতিবার বড়পর্দায় হইহই করে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের নতুন ছবি ‘বেলবটম’।শনিবার থেকেই শুরু হয়ে গেল ছবির অ্যাডভান্স টিকিট বুকিং।‘বেলবটম’-এর নতুন প্রোমো নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করে অ্যাডভান্স টিকিট বুকিংয়ের খবর জানিয়ে দিলেন অক্ষয় কুমার।দীর্ঘ প্রতীক্ষা এবং টালবাহানার পর অবশেষে বড়পর্দায় মুক্তি পাচ্ছে ‘বেলবটম’।
আরও দেখুন – স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে ‘বেল বটম’
গতবছর লকডাউনের পর গুটিকয়েক ছবি মুক্তি পেলেও,রিলিজ করেনি কোন বিগবাজেট ছবি।সেই হিসেবে ‘বেলবটম’-ই হতে চলেছে লকডাউনের পরে মুক্তিপ্রাপ্ত প্রথম বিগবাজেট ফিল্ম।করোনা পরিস্থিতিতে ৫০শতাংশ দর্শক নিয়ে বেশ কিছু রাজ্য সিনেমা প্রদর্শনের অনুমতি দিলেও এখনও মহারাষ্ট্র এবং মুম্বইতে ছবি প্রদর্শনের অনুমতি মেলেনি।
আরও পড়ুন – ‘থ্রি-ডি’তেও আসছে ‘বেলবটম’
অন্যদিকে আক্কির ‘বেলবটম’ নিয়ে রীতিমতো উৎসাহ রয়েছে দর্শকদের মধ্যে।বৃহস্পতিবার থেকেই হলে ছবি দেখতে ভিড় জমাবেন দর্শকরা,এমনটাই আশা ছবির নির্মাতাদের।কিন্তু টিকিট কাউন্টারে ভীড় মানেই করোনা সংক্রমণের লাল চোখ।তাই ভিড় এড়াতেই অগ্রিম টিকিট বুকিংয়ের চিন্তাভাবনা।আপনিও কি বড়পর্দায় ‘বেলবটম’ দেখার অপেক্ষায় রয়েছেন তাহলে আর দেরি না করে আগেভাগেই বুকিং করুন আর বৃহস্পতিবারই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখুন ছবি।
আরও পড়ুন – অক্ষয়-বাণীর রোম্যান্স