জয়পাল লিং- ভুল্লার অপরাধের সঙ্গী ভরত কুমার ও সুমিত কুমার একই ব্যক্তি। জাল পাসপোর্ট ও আধার কার্ড দিয়ে ভরতই ভাড়া নিয়েছিল জাপুরজির ফ্যাট। তদন্তে নেমে পঞ্জাব পুলিশের হাতে এল এমনি চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, ৪ ভরতের কাছে একাধিক জাল পরিচয়পত্র ছিল। নিজের সুখের সঙ্গে মিল আছে এসন ছবি ব্যবহার করে সুসিত কুমার নাস দিয়ে বানানো হতো ভুয়ো পরিচয়পত্র তা দিয়েই চলত অপরাধকর্ম। পুলিশের চোখে ধুলো দিতে রীতিসত ভবল রোল প্লে এ করে ওই ব্যক্তি। ২০১৭ সালে ভরত কুমারের সঙ্গেই চক্তীপড়ের কাছে একটি বেসরকারি ব্যান্তে প্রথম ডাকাতি করে জয়পাল। ভরত কুমারকে আটক করে এ পঞ্জাব থেকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। তাকে নিয়েই সাপুরজি আবাসনে যায় এ এসটিএফ। কোন ফ্ল্যাটে তার সঙ্গীরা লুকিয়ে আছে তা ভরতই এসটিএফকে দেখিয়ে দেয় । এর পরেই সেখানে অপারেশন চালায় রাজ্য এসটিএফ।