প্রথমবার এএফসি কাপে নামছেন তিনি| সবুজ-মোরুন জার্সিতে সাফল্যের খোঁজে রয় কৃষ্ণা| মোহনবাগানকে এশিয়ার ম্যাপে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই মলদ্বীপের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি|
প্রাক মরসুম প্রস্তুতি সারা হয়ে গিয়েছে| আগামী ১৮ অগস্ট থেকে এএফসি কাপে যাত্রা শুরু এটিকে-মোহনবাগানের| শনিবারই মলদ্বীপের উদ্দেশে রওনা দিচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড| শুক্রবার কলকাতায় শেষ প্রস্তুতি সেরে নিল তারা|
এএফসি কাপে মেজিয়া স্পোর্টস, বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামবে এটিকে-মোহনবাগান| ফুটবলারদের ফিজিক্যাল ফিটনেসের পাশাপাশি পজেশনাল এবং পাসিং ফুটবলের ওপরই জোর দিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস| ঘরের মাঠে সেই মতোই চলেছে প্রস্তুতিও|
শারীরিক এবং মানসিকভাবে সকলেই প্রস্তুত| দেরীতে এলেও উইলিয়ামসকে নিয়ে উচ্ছ্বসিত সবুজ-মেরুন কোচ| কোচের পাশাপাশি ফুটবলাররাও যথেষ্ট আত্মবিশ্বাসী|
প্রথমবার এএফসি কাপে নামছেন রয় কৃষ্ণা| চিন্তিত নন তিনি| বরং মোহনবাগানকে সাফল্য এনে দিতে মরিয়া এই তারকা ফুটবলার|
এএফসিতে খেলার অভিজ্ঞতা রয়েছে প্রীতম কোটালল এবং অমরিন্দর সিংয়ের| আন্তর্জাতিক মঞ্চে গোটা দলকে সেটা দিয়েই সাহায্য করতে প্রস্তুত তারাও|
অমরিন্দর জানান, ‘এর আগে অন্য দলের জার্সিতে এএফসি কাপে রারান্স হয়েছি| এটিকে-মোহনবাগানের হয়ে চ্যাম্পিয়ন হতে চাই’| প্রীতম কোটালের মুখেও একই কথা|
রয় কৃষ্ণার পাশাপাশি হুগো বুমোস এবং জনি কাউকোরও এটাই প্রথম এএফসি কাপ| ভয় অবশ্য কেউই পাচ্ছেন না| বরং সবুজ-মেরুন জার্সিতে এএফসি কাপের মঞ্চে নামার জন্য মুখিয়ে রয়েছেন সকলে|
শনিবার রওনা দিচ্ছে হাবাসের বাহিনী| এখন তাদের মাঠে নামার অপেক্ষায় সকলে|