কলকাতা: করোনা বিধিনিষেধ শিথিল হতেই ক্রমশ নিত্যযাত্রীদের ভিড় বাড়ছে মেট্রোয়। পরিষেবার সময় সীমিত হওয়ায় ব্যস্ত সময়ে ভিড় বাড়ছে অফিসযাত্রীদের। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে করোনা বিধিনিষেধ অনেকটাই শিথিল করেছেন। নাইট কার্ফুর সময়সীমা কিছুটা কমায় দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সূচিতেও পরিবর্তন আনা হল। মেট্রো সূত্রের খবর, সোমবার থেকে কবি সুভাষ এবং দক্ষিণেশ্বর এই দুই প্রান্তিক স্টেশন থেকে রাত ৮টার বদলে রাত ৯টা ১ মিনিটে দিনের শেষ মেট্রো ছাড়বে। সরকারি নির্দেশিকা অনুসারে, ১৬ তারিখের পর থেকে কোভিড বিধি কিছুটা শিথিল করায় সময় কমানো হয়েছে নাইট কার্ফুর। রাত ৯টার পরিবর্তে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়া বিধিনিষেধ চলবে।রাজ্য জুড়ে। সাধারণ মানুষের কাজকর্মের কথা মাথায় রেখে নাইট কার্ফু শিথিল করা হয়েছে। এবার যাতায়াতের সমস্যা মেটাতে মেট্রো রেলওয়ে পরিষেবা কিছুটা বাড়াল।
আরও পড়ুন: দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রো লাইনে ২০০ মিটার জুড়ে ধস
১৩ই অগাস্ট থেকে দিনের কর্মব্যস্ত সময়ে দক্ষিণেশ্বর-কবিসুভাষ রুটে ৮টি মেট্রো বাড়িয়ে ২২০টির বদলে ২২৮টি মেট্রো চালানো হচ্ছে। সোম থেকে শুক্র পর্যন্ত সকাল সাড়ে সাতটা থেকে রাত ৮টা পর্যন্ত আপ-ডাউনে ৯ মিনিটের বদলে ৫ মিনিট অন্তর চলছে মেট্রো। সোমবার থেকে সময়সীমা বেড়ে যাওয়ায় এই রুটে অতিরিক্ত কটা মেট্রো চালানো হবে তা নির্দিষ্ট সময়ের আগেই জানিয়ে দেওয়া হবে বলে সাংবাদিক বৈঠকে বলেছেন কলকাতা মেট্রো রেলওয়ের ডিজিএম। আপাতত শনিবার ও রবিবার সাধারণ যাত্রীদের জন্য মেট্রো চালানোর কথা জানানো হয়নি। শনিবার স্টাফ স্পেশাল চললেও রবিবার সারাদিনই মেট্রো বন্ধ রাখা হবে। তবে শনিবার জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তিরা স্টাফ স্পেশাল মেট্রোর সুবিধা পাবেন।