কলকাতা টিভি ওয়েব ডেস্ক : প্রাকৃতিক বিপর্যয় হিমাচলে। ধসে আটকে গেল চন্দ্রভাগা নদীর গতিপথ। লাহুল স্পিতির পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক।
ফের হিমাচল প্রদেশে ধস। গত জুন মাস থেকেই দফায় দফায় ধস নামছে হিমাচল প্রদেশে। শুক্রবার সকালে আবারও সাড়ে নটা নাগাদ ভয়াবহ ধস নামল হিমাচল প্রদেশে। নদীর পাশেই রয়েছে যশরথ গ্রাম। গ্রামের উপত্যকায় প্রায় ২০০০ লোকের বসবাস।
আরও পড়ুন- প্রবল বন্যায় হিমাচলে মৃত ১৪, মেঘভাঙা বৃষ্টিতে তছনছ অমরনাথ
পাহাড়ের একটি অংশ ধস নেমে নদীর মধ্যে পড়ার কারণে চন্দ্রভাগা নদীর গতিপথ রুদ্ধ হয়ে গিয়েছে। পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই উপত্যকা অঞ্চল থেকে ওই এলাকার মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যেই বিপর্যয় মোকাবিলা দল পাঠানো হয়েছে লাহুল-স্পিতি এলাকায়। যারা ধস সরানোর চেষ্টা করছে।
আরও পড়ুন- নেটিজেনদের কাঁদিয়ে হিমাচলের কোলেই ঘুমিয়ে পড়লেন দীপা
গত বুধবারেই কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে ধস নেমেছিল। পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে এসে পড়ে যাত্রীবোঝাই বাসে৷ তাতে চাপা পড়েছিল অন্তত ৪০ জন যাত্রী৷ বুধবার রাত ১০টা পর্যন্ত কিন্নরের ধসে ৫ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে৷ গুরুতর জখম অবস্থায় ৮ জনকে উদ্ধার করা হয়েছে৷ বাকি নিখোঁজদের সন্ধানে আইটিবিপি-র জওয়ানেরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন৷ এই পরিস্থিতি কাটতে না কাটতেই আবারও ধস নামল হিমাচলে।