কারগিল যুদ্ধে শহীদ ভারতীয় জওয়ান ক্যাপ্টেন বিক্রম বাত্রার বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি ওটিটি প্লাটফর্মে মুক্তি পেয়েছে সেই বায়োপিক ‘শেরশাহ’। ছবির বিভিন্ন বিষয় নিয়ে সমালোচকদের ভিন্ন ভিন্ন মত থাকলেও সিদ্ধার্থের অভিনয় নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলেন নি। এবার তা নিয়ে মুখ খুলেছেন বলিউডের বাদশা শাহরুখ খানও। সিদ্ধার্থের অভিনয় তারও মন ছুঁয়ে গেছে। মুগ্ধ হয়েছেন কিং খানও। শাহরুখ ‘শেরশাহে’র একটি পোস্টার টুইট করে লিখেছেন যে ক্যাপ্টেন বিক্রম বার্তা জীবনের কথা ও কাহিনী জানতে পেরে এত দিনে আমি মার্টিন লুথার কিং জুনিয়রের সে বিখ্যাত উক্তি অনুধাবন করতে পারছি। লুথার কিং জুনিয়র বলেছিলেন, ‘যদি কোন ব্যক্তি নিজের প্রাণপাত করার মতন কোন লক্ষ্য খুঁজে না পায় তাহলে তার বেঁচে থাকাটা হয়ে যায় অত্যন্ত পানসে’। টুইটারে তিনি আরো লিখেছেন সিদ্ধার্থের অসাধারণ পারফরম্যান্স তার মনকে ছুঁয়ে গেছে।
শাহরুখের এই টুইটটি রিটুইট করে ধন্যবাদ জানিয়েছেন ছবির প্রযোজক করণ জোহর। তিনি লিখেছেন, ‘ধন্যবাদ ভাই। তোমার এই মন্তব্য আমাদের গোটা ‘শেরশাহ’ টিমকে মুহূর্তেই চাঙ্গা করে চলবে। বাদশার টুইট রিটুইট করেছেন সিদ্ধার্থ মালহোত্রাও। ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। হাত জোড় করা ইমোজিও পোস্ট করেছেন সিদ্ধাত।ছবিতে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রার প্রেমিকা বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি।
প্রসঙ্গত, গতকাল ‘শেরশাহ’ ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও তে মুক্তি পাবার আগে দিল্লিতে ছবির স্পেশাল ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছিল। এই বিশেষ স্পিনিংয়ের ব্যবস্থা করা হয়েছিল বিশেষত্ব শহীদ এই ভারতীয় জওয়ানের পরিবারের জন্য। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা ও। সিদ্ধার্থ এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই ছবি দেখে বিক্রম বাত্রার পরিবার অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন।