টোকিও অলিম্পিকের মঞ্চে সোনার ইতিহাস তৈরি করেছেন| স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসাবে শুধু পদক নয়, সোনার মেডেল গলায় তুলেছেন নীরজ চোপড়া| জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছেন ২৩ বর্ষীয় তারকা|
সেই নীরজই আবার নতুন রেকর্ড গড়লেন| বিশ্ব র্্যাঙ্কিংয়ে ২ নম্বরে উঠে এলেন নীরজ চোপড়া| অলিম্পিকের মঞ্চে সোনা জয়ের ইতিহাস গড়ে ১৪ ধাপ ওপরে উঠে এলেন তিনি|
টোকিও অলিম্পিকে নামার আগে বিশ্বের ১৬ তম বাছাই ছিলেন নীরজ চোপড়া| টোকিও অলিম্পিকের শেষদিনে গোটা দেশের স্বপ্নপূরণ হয়েছে তাঁর জ্যাভলিনে| ৮৭.৫৮ মিটার জ্যাভলিন থ্রোয়ে ভারতকে ১৩ বছর পর ফের সোনা এনে দিয়েছেন তিনি|
সেই টোকিওর সাফল্যই তাঁকে বিশ্ব র্্যাঙ্কিংয়ে সবচেয়ে ভাল জায়গায় পৌঁছে দিয়েছে| এবার শীর্ষে পৌঁছনোর লক্ষ্যে নীরজ চোপড়া|