দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ১৬ অগস্ট থেকে। বন্যা দুর্গত এলাকায় এখনই বসছে না দুয়ারে সরকারের কোনও ক্যাম্প। পরিস্থিতির উন্নতি হলে সেই সব এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ব্যবস্থা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আলাদা ক্যাম্প রাখা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্পের মধ্যেই। থাকছে আলাদা কাউন্টার। এই ফর্মে একটি ইউনিক নাম্বার থাকবে, সেই ফর্মই ফিলাপ করতে হবে। বাইরে থেকে ছাপিয়ে নিয়ে সেই ফর্ম ফিলাপ করা যাবে না বলে পরিস্কার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক সম্মেলনে সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপের এই নতুন নিয়মের কথা জানান তিনি।
আরও পড়ুন : দুয়ারে আধার নম্বর সংযুক্তিকরণ কর্মসূচি আনছে রাজ্য
মুখ্যমন্ত্রী পরিস্কারভাবে জানিয়ে দেন বাইরে থেকে এই ফর্ম কেনা যাবে না বা এই ফর্মের জন্য কোন পয়সা লাগবে না। শুধু ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র ফর্ম নয়, কৃষক বন্ধু, স্বাস্থ্যসাথী ফর্মেও থাকছে ইউনিক নম্বর। আর এ নিয়ে কারোর কোনও অভিযোগ থাকলে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দফতরে জানানো যাবে এই অভিযোগ। তার জন্য দু’টি নম্বর চালু করছে সরকার। নম্বর দু’টি হল – ১০৭০/ ২২১৪-৩৫২৬। কারা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না, তাও জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যাঁরা সরকারি চাকরি করেন, পেনশন পান বা বেসরকারি ভাল জায়গায় চাকরি করেন, তাঁরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না। এই প্রকল্পে মাসে ৫০০ টাকা তফশিলি জাতি/ উপজাতি সম্প্রদায়ভুক্ত মহিলারা মাসে এক হাজার টাকা করে পাবেন বলে মুখ্যমন্ত্রী জানান।