হামেশাই সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি পোস্ট করে থাকেন বঙ্গ ললনা এই অভিনেত্রী। এবার খোলা আকাশের নিচে উন্মুক্ত সুইমিংপুলে নিজেকে উজাড় করে দিয়েছেন ‘মিশর রহস্য’ ছবিতে প্রসেনজিতের সঙ্গে অভিনয় করে সকলের নজর কারা টলিপাড়ার এই অভিনেত্রী। তবে বর্তমানে টলিউডের চেয়ে বলিউডে বেশি ঝুঁকেছেন প্রাক্তন সিরিয়াল অভিনেত্রী।
আরও পড়ুন: কিশোর কুমারের বায়োপিক
বেশ কয়েকটি ওয়েব সিরিজে দর্শকদের ঘুম উড়িয়েছেন বাঙালি এই অভিনেত্রী ত্রিধা চৌধুরী। অনাবৃত সাহসী অবতারে ওয়েব সিরিজে দেখা গেছে ত্রিধাকে। তার ছবি তোলার শরীরী ভাষা দেখে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনরা।
বলিউড অভিনেতা ববি দেওয়ালের বিপরীতে তার ‘আশ্রম’ এর রোমান্স দর্শকদের নাড়িয়ে দিয়েছে। অভিনেত্রী শুধু টলিউডে নয় বলিউডে নিজের আসন পাকা করে নিয়েছেন। ওটিটি প্লাটফর্মে বেশ কয়েকটি ওয়েব সিরিজে অনেক অভিনেত্রীর ঘুম কেড়ে নিয়েছেন ত্রিধা। ওয়েব সিরিজ ‘আশ্রম ২’ ববিতা চরিত্রে বোল্ড লুকে ধরা দিয়েছেন তিনি। তারপর থেকেই তিনি বহু চর্চিত। আট বছর আগে বিনোদন জগতে কেরিয়ার শুরু করেছিলেন ত্রিধা চৌধুরী। বাংলা সিরিয়াল দিয়ে শুরু করে বেশকিছু দক্ষিণী এবং বাংলা ছবিতে অভিনয় করার পর এখন তিনি বলি ডিভা বলা যেতে পারে।
এমন বলি ডিভার সুইমিংপুলে হট এবং লাস্যময়ী ছবি দেখে নেটিজেনরা কেউ লিখেছেন, ‘তুমি কত সুন্দর, আরো সুন্দর লাগতো যদি পোশাকটা খুলে দাও’। আর একজন লিখেছেন,’ওইটুকুই বা রেখে কি হবে,ওটাও খুলে দাও দেখতে ভালো লাগবে।’ কেউ আবার লিখেছেন তোমার বুকে ‘হট সস’ লেখা।বাঙালি তনয়ার শরীরী জাদুতে ঘায়েল হয়েছেন আট থেকে অষ্টাদশী। ফ্যানেরা মজেছেন তার শরীরী উষ্ণতায়। তাই মুহূর্তে ভাইরাল হয়েছে তার সুইমিং পুলের এই জলে ভেজা শরীরের ছবি। নানান ট্রোলিং এ পিছপা হন নি ত্রিধা। একের পর এক হট ফটোশুট এর ছবি দিয়ে দর্শকদের ধরে রাখতে সিদ্ধহস্ত তিনি।