সিমলা: হিমাচল প্রদেশে ফের নামল ধস৷ কিন্নরের রেকং পিও-সিমলা হাইওয়েতে ঘটে এই বিপত্তি৷ পাহাড় থেকে পাথরের চাঁই গড়িয়ে এসে পড়ে যাত্রীবোঝাই বাসে৷ তাতে চাপা পড়েছেন অন্তত ৪০ জন যাত্রী৷ আটকে আছে বহু গাড়ি৷ আটকে পড়া যাত্রীদের উদ্ধারে শুরু হয়েছে উদ্ধারকার্য৷ দুর্ঘটনার থবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ রাজ্যকে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি৷
PM @narendramodi spoke to Himachal Pradesh CM @jairamthakurbjp regarding the situation in the wake of the landslide in Kinnaur. PM assured all possible support in the ongoing rescue operations.
— PMO India (@PMOIndia) August 11, 2021
আরও পড়ুন: আগামী বছর ১৫ অগস্টের মধ্যে কাজ শেষ হবে দেশের নতুন সংসদ ভবনের
ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এবং ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের (আইটিবিপি) ডিজির সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ ঘটনাস্থলে পৌঁছেছে আইটিবিপি-র কয়েকটি দল৷ তারা উদ্ধারকার্য শুরু করেছে৷ এছাড়া সেনাবাহিনীকে উদ্ধারকার্যে ডাকা হয়েছে৷ মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানান, দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে৷ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক করা হয়েছে৷
আরও পড়ুন: অক্সিজেনের অভাবে কয়েকজন কোভিড রোগীর মৃত্যু, স্বীকার কেন্দ্রের
সিমলা থেকে ১৬৩ কিমি দূরে কিন্নর জেলায় সকাল ১১টা বেজে ৫৬ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে৷ রেকং পিও-সিমলা হাইওয়ের উপর দিয়ে যাচ্ছিল যাত্রীবোঝাই একটি বাস কিন্নর থেকে হরিদ্বার যাচ্ছিল৷ তখনই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে পাহাড়৷ উপর থেকে একটি পাথরের চাঁই ভেঙে পড়ে বাসের উপর৷ তাতে চাপা পড়ে যায় বাসটি৷ ভেতরে থাকা যাত্রীরাও চাঁইয়ের নীচে আটকে পড়েন৷ বাসটি ছাড়াও আরও কয়েকটি গাড়ি চাপা পড়ে৷
সাম্প্রতিক সময়ে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো পাহাড়ি এলাকায় একাধিক ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে৷ গত জুলাইয়ে কিন্নরের বাস্তেরিতে ভূমিধসের কারণে ৯ জন পর্যটকের মৃত্যু হয়েছিল৷ তার পর আজকের ঘটনা৷ গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে হিমাচলের নানা এলাকায়৷ প্রবল বৃষ্টির কারণে ধস নামছে বলে মত স্থানীয়দের৷