বলিউডের অন্য আর এক প্রেমিক-প্রেমিকা সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির সাম্প্রতিক ছবি ‘শেরশাহ’র স্পেশাল স্ক্রিনিং হয়ে গেল সম্প্রতি। সেখানেই এসেছিলেন বলিউডের আর এক প্রেমিক-প্রেমিকা যুগল ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ। তাদের দুজনকে একই সঙ্গে প্রেক্ষাগৃহে ঢুকতে না দেখতে পেলেও শো শেষে হলের বাইরে বেরোনোর সময় অপেক্ষারত চিত্র সাংবাদিকদের মুখোমুখি পড়ে যান এই দুই বলিউড তারকা। মাথায় বান্দা না মুখে কালো রঙের মাস্ক পরে আগে বেড়িয়ে এসেছিলেন ভিকি। তার পাশেই ছিলেন ক্যাটরিনা। চিত্র সাংবাদিকদের শাটারের আওয়াজ শুনেই থমকে দাঁড়িয়ে যান ক্যাট। ঘরের দরজার সামনেই তিনি দাঁড়িয়ে থাকেন। অন্যদিকে বেশ খানিকটা এগিয়ে অপেক্ষা করছেন ‘উরি’ তারকা ভিকি। অপেক্ষা করার পর ছোট বোন ইসাবেলা হল থেকে বাইরে এলে তার সঙ্গে একসাথে পা বাড়ালেন বলি নায়িকা। শেষ মুহূর্তে এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হবার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে।
কমেন্ট বক্সে ভিকি ক্যাটরিনার উদ্দেশ্যে ভালোবাসা এবং শুভেচ্ছায় যেমন অনুরাগীরা ভরিয়ে দিয়েছে তেমনি বাঁকা কথা করতেও ছাড়ে নি। কেউ বলেছে বলিউডের ‘মিষ্টি জুটি’ আবার অনেকে মন্তব্য করেছেন ‘বেশ সুন্দর জুটি’। অনেকে আবার ভিকি ক্যাটরিনাকে পাশাপাশি না হাঁটার জন্য বিষয়টিকে ‘লুকোচুরি খেলার’ সঙ্গে তুলনা করেছেন। তারা লিখেছে এটা প্রেম না লুকোচুরি খেলা তা বোঝাই দায়!
তারা মুখে স্বীকার না করলেও তাদের প্রেমের সম্পর্ক নিয়ে বলিউডে আর কারো জানতে বাকি নেই। ভিকি-ক্যাটরিনা নিজেরা প্রকাশ্যে মুখে কুলুপ আঁটলেও করণ জোহর থেকে শুরু করে হর্ষবর্ধন কাপুর প্রকাশ্যেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই দুই তারকার প্রেম কাহিনীর কথা।