কলকাতা: ৪৮ ঘণ্টার মধ্যে লেডিস হস্টেল সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে৷ আরজিকরের পড়ুয়াদের দাবি-দাওয়া মেনে নিল হাসপাতাল কর্তৃপক্ষ৷ তার পরই অবস্থান বিক্ষোভ তুলে নিলেন পড়ুয়ারা৷ যদিও তাঁরা জানিয়েছেন, দাবি না মানা হলে আবারও আন্দোলন শুরু হবে৷
আরও পড়ুন: অফিস টাইমে লোকাল চালানোর দাবিতে যাত্রীদের বিক্ষোভ
একাধিক দাবি-দাওয়া নিয়ে আরজিকর মেডিক্যাল কলেজে চলছিল পড়ুয়াদের বিক্ষোভ৷ জটিলতা চরম আকার ধারণ করে সোমবার থেকে৷ ছাত্র সংসদ গঠন, সংগঠন থেকে ৩ জন ছাত্রকে সরিয়ে দেওয়ার দাবি ও লেডিজ হস্টেলের বেশ কিছু সমস্যা নিয়ে কলেজের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগে সরব হয় আরজিকর মেডিক্যাল কলেজের পড়ুয়ারা৷ অভিযোগ একাধিকবার কলেজ কর্তৃপক্ষকে জানালেও তারা তা মানতে নারাজ৷ ঘটনার জেরে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে সরব হয় পড়ুয়ারা৷ চলে বিক্ষোভ এবং ঘেরাও৷
মঙ্গলবার রাত পর্যন্ত পুলিশের উপস্থিতিতে বৈঠক হলেও তার পরেও বেশ কয়েকটি বিষয়ে মতের অমিল থেকে যায় দুই পক্ষের মধ্যে৷ বিক্ষোভের খবর পেয়ে মধ্যরাতেই আরজিকরে উপস্থিত হন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন। ছাত্র বিক্ষোভের কারণ সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে সরাসরি তিনি কিছু জানাননি।
আরও পড়ুন: মা উড়ালপুলের পিলারে বাসের ধাক্কা, আহত ১১ যাত্রী
তবে পড়ুয়াদের সঙ্গে আলোচনার মাধ্যমেই রফাসূত্র মিলবে বলে জানিয়েছিলেন তিনি৷ এবং সেই পথেই কাটল জট৷ মঙ্গলবার রাতেই সাময়িকভাবে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছিলেন পড়ুয়ারা৷ বুধবার সকালে উঠে যায় তাঁদের বিক্ষোভ৷