কলকাতা টিভি ওয়েব ডেস্ক : যাত্রীদের জন্য স্বস্তির খবর। অফিস টাইমে যাত্রী ভিড় সামাল দিতে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কলকাতা মেট্রো রেল জানিয়েছে, শুক্রবার অর্থাৎ ১৩ অগস্ট থেকে সারাদিনে ২২৮ টি মেট্রো চালানো হবে।
আরও পড়ুন- বাঁকুড়া মেডিক্যাল কলেজে চায়ের সাথে মাদক মিশিয়ে রোগীর আত্মীয়দের টাকা লুঠ
সকাল ৭ টা ৩০ মিনিটে ছাড়বে দিনের প্রথম মেট্রো। প্রান্তিক স্টেশন থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে রাত ৮ টায়। প্রতি ৫ মিনিটের ব্যবধানেই মিলবে মেট্রো। ১৩ অগস্টের পর থেকে শনিবারও মিলবে পরিষেবা। তবে, ওই দিন শুধু স্টাফ স্পেশাল চলবে। রবিবার পুরোপুরি বন্ধ থাকবে কলকাতা মেট্রো রেল পরিষেবা।
আরও পড়ুন- হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হাসপাতালের ছাদের চাঙর, আহত দুই
যাত্রীদের জন্য ২৬ জুলাই থেকে ২২০ টি মেট্রো চালু করেছে রেল কর্তৃপক্ষ। এক মাস হতে না হতেই যাত্রীদের ভিড় সামলানোর জন্য আরও ৮ টি মেট্রো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এখনই চালু হচ্ছে না টোকেন পরিষেবা। শুধুমাত্র স্মার্ট কার্ডের মাধ্যমেই যাতায়াত করা যাবে।