কেউ বলবেন করোনার কৃপা৷ আবার কারও কাছে করোনার অত্যাচার৷ তা সে যাই হোক, ওয়ার্ক ফ্রম হোমে স্বাধীন ভাবে কাজ করার মজাই আলাদা। নিজস্ব একটা ওয়ার্ক স্পেস এবং কালচার তৈরি করা যায়। এতে অফিস বা বসের কড়া নজরদারি যেমন নেই, তেমনি কাজের অসুবিধে করে নেই সহকর্মীর অযথা বকবক বা চেঁচামেচি। তবে ওয়ার্ক ফ্রম হোমের একটাই সমস্যা, ভিডিও কনফারেন্স। সমস্য ব্যাকগ্রাউন্ডের, বেডরুমে বসে বা বিছানায় আধশোওয়া হয়ে মনের আনন্দে কাজ করা যায়, কিন্তু ভিডিও কনফারেন্স একেবারেই নয়। শুধু যে ঘর অপরিষ্কার বা আগোছালো হলে সমস্যা তা তো নয়। অযথা নিজের অন্দরমহলকে বাইরের লোকের সামনে তুলে ধরবেনই বা কেন ? এই সমস্যার একটা সহজ ও দারুণ সমাধান হল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড।
এই করোনাকালে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মানুষের যোগাযোগের অন্যতম হাতিয়ার জুমের ভিডিও কলিং ব্যবস্থা। তাই জুম অ্যাপ ব্যবহার করলে ভিডিও কনফারেন্সে আপনাকে আর ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবতে হবে না। ভারচু্য়াল ব্যাকগ্রাউন্ড ফিচার প্রয়োগ করে, ভিডিও কলে নিজের প্রাইভেসি বজায় রেখেই যোগ দিতে পারেন অফিস মিটিং বা যে কোনও কনফারেন্সে। কীভাবে ব্যবহার করবেন এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড (Virtual Background) জেনে নিন বিশদে-
প্রথম ধাপ
আপনার ডেস্কটপে বা ল্যাপটপে জুম অ্যাপটি খুলুন। এ বার আপনার জুম অ্যাকাউন্টের ওপরে ডান দিকে যেখানে প্রোফাইল পিকচার রয়েছে সেখানে ক্লিক করুন। এরপর সেটিংস-এ ক্লিক করুণ ।
দ্বিতীয় ধাপ
ব্যাকগ্রাউন্ড ও ফিল্টার অপশনে ক্লিক করুন। এরপর ভার্চুয়্যাল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করুন। ক্লিক করে আপনার পছন্দমতো একটা ব্যাকগ্রাউন্ড বেছে নিন।
তৃতীয় ধাপ
যদি আপনার বাড়িতে গ্রিন স্ক্রিন অপশন থাকে তা হলে এই ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড বাছার সময় গ্রিন স্ক্রিন অপশনে টিক করুন। তবে গ্রিন স্ক্রিন না থাকলে, চেষ্টা করুন যে কোনও এক রঙের ব্যাকগ্রাউন্ড পাবেন বাড়ির এরকম জায়গা বেছে নিন। এই কাজটা করলে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডে ভাল আলো থাকবে।
চতুর্থ এবং অন্তিম ধাপ
এত সব ঝামেলায় পড়তে না-চাইলে আপনি ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড হিসেবে নিজের ছবি ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড ইমেজ অপশনে ক্লিক করুন। ব্যাস ভিডিও কনফারেন্সের জন্য আপনার ব্যাকগ্রাউন্ডে রেডি।