কলকাতা : আগামী ৫দিন ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলিতে। দক্ষিণবঙ্গেও বাড়বে বিক্ষিপ্ত বৃষ্টি। নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় থাকায় ১৫ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দুই বঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশী হতে পারে বলেো সূত্রের খবর। কালিম্পঙে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে বাড়তে পারে জলস্তর। অতিভারী বৃষ্টির জেরে দার্জিলিং সংলগ্ন পার্বত্য এলাকায় ধসের সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণের জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।
আরও পড়ুন: দুর্যোগের পূর্বাভাস, সকাল থেকেই মেঘলা আকাশ শুরু হয়েছে বজ্রপাতসহ বৃষ্টি
১২ তারিখ থেকে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, দুই ২৪ পরগণায় ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরের দিকে অগ্রসর হওয়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর জলীয় বাষ্পো রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে। এর জেরে অস্বস্তি বাড়লেও বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকবে। ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশী। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির কাছাকাছি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯৫ শতাংশ । গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি। বাঁধের জল ছাড়ায় দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় বন্যা পরিস্থিতি চলছে। নতুন করে বৃষ্টি বাড়লে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। শহরেও ভারী বৃষ্টির ফলে জল জমার সমস্যা নতুন করে তৈরি হতে পারে।