কাকদ্বীপ: ইলিশ মাছ ধরতে গিয়ে সমস্যায় পড়ল ভারতীয় ট্রলার। বাংলাদেশ আন্তর্জাতিক জল সীমানায় আটক করা হল ভারতীয় ট্রলার। আটক করা হয়েছে ওই ট্রলারে থাকা ১৪ জন মৎস্যজীবীকে।
আরও পড়ুন- ৬ হাজার কেজি ইলিশ ঢুকল নামখানা-সাগরদ্বীপে
দক্ষিন ২৪ পরগনার পাথরপ্রতিমার উত্তর সীতারামপুর এলাকার ট্রলার এফবি স্বর্নতারা ইলিশ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিল। ইলিশ ধরার সময় বাংলাদেশ জল সীমানায় ঢুকে পড়ার অভিযোগ উঠেছে। ১৪ জন মৎস্যজীবীসহ ট্রলারটিকে আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড। বাংলাদেশে করোনার প্রভাব বাড়ায় মৎস্যজীবীদের সমুদ্রেই আটকে রাখা হয়েছে।
আরও পড়ুন- সরকারি নিয়মকে বুড়ো আঙুল, বাঙালির পাতে বাড়ন্ত ইলিশ
ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের কাছে খবর পৌঁছেছে। গত ৬ আগস্ট এফবি স্বর্নতারা ট্রলারটি সমুদ্রে পাড়ি দেয়। ৭ আগস্ট ট্রলারটি বাংলাদেশ জল সীমানার মধ্যে ধরা পড়ে। প্রাকৃতিক দুর্যোগ নাকি জোর করে বাংলাদেশ সীমানায় ট্রলারটি ঢুকেছিল তা খোঁজখবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে জেলা প্রশাসন মারফত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করা হবে।