বাঁকুড়া: চায়ের সাথে মাদক মিশিয়ে রোগীর আত্মীয়দের টাকা লুঠের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে।
হাপাতালে ভর্তি থাকা রোগীর কয়েকজন আত্মীয় রবিবার রাতে এক চা ওয়ালার কাছ থেকে চা খায়। এরপর তাঁরা বেহুশ হয়ে পড়ে। সোমবার বেলায় আউটডোর সংলগ্ন এলাকায় এক মহিলাসহ ৬ জন রোগীর আত্মীয়দের অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে তাঁদের ওই হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা। দুপুরে তাঁদের হুশ ফিরতেই তাঁরা বুঝতে পারেন তাঁদের কাছে থাকা সমস্ত টাকা পয়সা এবং মোবাইল চুরি হয়ে গিয়েছে।
আরও পড়ুন-জীবনতলায় নকল সোনার বুদ্ধমূর্তি বিক্রি করতে ডেকে ক্রেতার টাকা নিয়ে চম্পট
স্থানীয় পুলিশ ক্যাম্পে এই বিষয়ে জানানো হয়। রোগীর আত্মীয়রা অনেক সময়ই হাসপাতালের বাইরে আশ্রয় নিয়ে থাকেন। ফলে একে অপরের সাথে সুসম্পর্ক তৈরি হয়ে যায়। সেই সম্পর্কের সুযোগ নিয়ে চায়ের সাথে কিছু মাদক জাতীয় খাবার মিশিয়ে বেহুশ করা হয় তাঁদের। এরপর রোগীর আত্মীয়দের কাছে থাকা সর্বস্ব লুঠ করে দুষ্কৃতকারীরা।
আরও পড়ুন- ৪৩ লক্ষ টাকার প্রতারণা, দিল্লি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত
একাধিক রোগির আত্মীয়ের কাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা লুঠ করা হয়েছে। যাদের টাকা পয়সা লুঠ হয়েছে তাঁদের অনেকের বাড়ি কোতুলপুর এলাকায়। এই ঘটনায় একজনকে পুলিশ আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মানুষকে বেশী করে সচেতন হতে বলেছে। এছাড়াও হাসপাতাল চত্বরে মাইকিং করে বাইরের অপরিচিত মানুষের কাছ থেকে কোনও খাবার না খাওয়ার পরামর্শ দিচ্ছে।