সোনা জিতলেও, দেশে ফিরে শাস্তির মুখে পড়তে চলেছে ব্রাজিলিয়ান ফুটবল দল| কড়া পদক্ষেপ নেওয়ার পথে ব্রাজিল অলিম্পিক কমিটি|
টোকিও অলিম্পিক ফুটবলের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন দানি আলভেজরা| জিতেছেন সোনার পদক| গোটা দেশ খুশি হলেও, তাদের ব্যবহারে অসন্তুষ্ট ব্রাজিল অলিম্পিক কমিটি|
পদক নেওয়ার সময় অলিম্পিক কমিটির অফিসিয়াল জার্সি পরেননি ব্রাজিলিয়ান ফুটবলাররা| নির্দেশ থাকা সত্ত্বেও তা অমান্য করেছেন রিচার্লিসনরা| আর তাতেই ক্ষুব্ধ ব্রাজিল অলিম্পিক কমিটি|
শুধু তারাই নয়, ব্রাজিলের অন্যান্য অ্যাথলিটরাও এই আচরণে বেশ অসন্তুষ্ট| তাদের মতে এক দেশ থেকে গেলেও, ব্রাজিলের ফুটবলাররা নাকি নিজেদের অলিম্পিক দলের সদস্য বলে মনে করেন না|
যদিও ব্রাজিলিয়ান ফুটবলাররা অবশ্য এসব মানতে নারাজ| কনফেডারেশন অব ব্রাজিল ফুটবলের নির্দেশ মতোই নাকি কাজ করেছেন তারা| সাফল্যের মঞ্চেও ব্রাজিল ফুটবল দল এখন বিতর্কের ঘেরাটোপের মাঝে|
দেশে ফেরার পর কী শাস্তি তাদের জন্য অপেক্ষা করে রয়েছে সেটাই দেখার|