টিভি জগতের জনপ্রিয় আমেরিকান অভিনেত্রী কাইলি জেনার। আগামীকাল তার জন্মদিন। এই উপলক্ষে কাইলি সোশ্যাল মিডিয়ায় নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন। যার মধ্যে একটি টপলেস ছবি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন তুলেছে। ছবিতে কাইলিকে ঘাড় থেকে কোমর পর্যন্ত সোনালী শিমারি পাউডার মাখা টপলেস দেখা যাচ্ছে। তার পরনে শুধু একটিমাত্র সোনালি রংয়ের থং। তাঁর এই লুকের মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন থিম। ক্যাপশনে কাইলি লিখেছেন,’24 k গোল্ড থিম আগামী ১০ অগস্ট আমার ২৪ তম জন্মদিনে নতুন কালেকশন প্রকাশিত হচ্ছে। আমি অত্যন্ত এক্সাইটেড। আমি এই ছবিগুলো শেয়ার করে জন্মদিনের কালেকশন উদযাপন করলাম’। একটি প্রসাধনী ব্র্যান্ডের প্রচারে কাইলি বেশকিছু ছবির সঙ্গে এই টপলেস ফটো শেয়ার করেছেন তার আসন্ন জন্মদিন উপলক্ষে। কাইলির এই ছবি ভাইরাল হয়েছে। প্রসঙ্গত,কাইলি অভিনেত্রী কিম কার্দাশিয়ানের ছোট বোন। সোশ্যাল মিডিয়ায় তার ইনস্টাগ্রামের ছবি ভাইরাল হতেই থাকে। কাইলির টপলেস ছবি প্রায় ১কোটি ১২ লক্ষ মানুষ পছন্দ করেছেন। তার ভক্ত ও বন্ধুরা তার এই সুন্দর রূপের বর্ননা দিয়ে নানান ইমোজি শেয়ার করেছেন। এমনকি ফায়ার ইমোজির মাধ্যমে সবাই কাইলিকে কমপ্লিমেন্ট দিয়েছেন। কাইলি জেনার এর নাম বিশ্বের সেরা তরুণ মহিলা ব্যবসায়ীদের মধ্যে গণনা করা হয়। ব্যবসায়ী ছাড়াও কাইলি একজন সোশ্যাল মিডিয়া সেনসেশন। তিনি এক কন্যা সন্তানের মা।
আরও পড়ুন: পর্ন ছবিতে অভিনয়ের প্রস্তাব, যাদবপুর থানায় অভিযোগ অভিনেত্রীর