ইন্ডিয়ান আইডলের মঞ্চে তাঁর ডেবিউ ফিল্ম ‘কুছ কুছ হোতা হ্যায়’ এর অজানা কাহিনী শোনালেন করণ জোহর।রবিবার থেকেই ওয়েবে শুরু হয়ে গিয়েছে কেজোর উপস্থাপনায় বিগ বস ওটিটি।পাশাপাশি জনপ্রিয় মিউজিক্যাল রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ এর সেমিফাইনাল পর্বেও হাজির ছিলেন বলিপাড়ার বিখ্যাত এই পরিচালক-প্রযোজক।সেখানেই উঠেছিল ধর্মা প্রোডাকশনের কর্ণধারের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায় এর প্রসঙ্গ।
আরও পড়ুন – বিগ বসের বাড়িতে করণ
রিয়েলিটি শোয়ের মঞ্চে ছবি নিয়ে অজানা গল্প শোনালেন করণ।ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন শাহরুখ খান,কাজল এবং রানি মুখোপাধ্যায়।কিন্তু সলমন অভিনীত আমন চরিত্রটির জন্য করণ ৩-৪জন অভিনেতাকে অফার করলেও অমন চরিত্রে অভিনয় করতে কেউই রাজি ছিলেন না।কিন্তু একদিন নাকি চাঙ্কি পাণ্ডের বাড়ির পার্টিতে সলমনই নিজের থেকে এগিয়ে এসে ‘কুছ কুছ হোতা হ্যায়’-তে কাজ করার ইচ্ছেপ্রকাশ করেছিলেন।
আরও পড়ুন – হাত বাড়ালেন সলমন
আমনের ভূমিকায় সলমনের মত তারকার কথা মোটেও ভাবেননি করণ।তাই সল্লুর কথা শুনে কিছুটা হতবাক হয়ে গিয়েছিলেন ছবির পরিচালক। চরিত্রটি ছোট হলেও পুরোপুরি ডেডিকেশন দিয়েই কুছ কুছ হোতা হ্যায় এর কাজ করেছিলেন ভাইজান।পরবর্তীকালে ছবির জন্য ফিল্মফেয়ার পুরস্কারও পান সলমন।ইন্ডিয়ান আইডলের মঞ্চে তার প্রথম ছবির গল্প বলতে বলতে নস্টালজিক হয়ে পড়লেন করণ জোহর।দেখব কি বললেন পরিচালক মশাই।
আরও পড়ুন – করণের রকি আর রানি