আবেগে উদ্বোধনী অনুষ্ঠানকেও ছাপিয়ে গেল টোকিওর সমাপ্তি অনুষ্ঠান| ঝড়ের মতো বইতে থাকা প্যান্ডেমিক, বিদ্রোহ, বিক্ষোভ, সমালোচনাকে পিছনে ফেলে গত দু সপ্তাহ টোকিওর ভাঙা গড়ার খেলায় মেতে উঠেছিল গোটা বিশ্ব|
২০৬ টা দেশ| ১১ হাজারেরও বেশি প্রতিযোগী| দর্শকশূন্য স্টেডেয়িমের মাঝেও নিজেদের সেরাটা তুলে দিলেন টোকিওর মঞ্চে| টোকিও অলিম্পিকেই এখনও পরযন্ত সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড গড়ল ভারত| ছাপিয়ে গেল লন্ডন অলিম্পিককেও|
একটা সোনা, দুটো রুপো এবং চারটে ব্রোঞ্জ| নীরজ চোপড়া, মীরাবাই চানু, রবি দাহিয়া, পিভি সিন্ধু, লভলিন বরগোহাঁই, বজরং পুনিয়া এবং মণপ্রীতের নেতৃত্বে ৪১ বছর পর পুরুষ হকি দল বিশ্ব দরবারে ভারতের মুখ উজ্জ্বল করল| জগত সভায় ভারতকে শ্রেষ্ঠ আসনে বসালেন নীরজ চোপড়া|
বিদায় বেলায় টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে হাসি কান্নার সেই চেনা দৃশ্য| গলায় পদক ঝুলিয়ে অ্যাথলিটদের চোখে আনন্দাশ্রু| বাধা বিপত্তি সত্ত্বেও ঐতিহাসিক টোকিও অলিম্পিক স্মরণীয় হয়ে থাকবে আজীবন|
এবার শেষ থেকেই নতুন শুরুর পরিকল্পনা| থ্যাঙ্ক ইউ টোকিও, হ্যালো প্যারিস ২০২৪|