কলকাতা: ৯ জুলাই বুধবার ভারত ধর্মঘটের (Bharat Bandh) ডাক দিয়েছে ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। ধর্মঘট নিয়ে সরকারি কর্মীদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করল নবান্ন (Nabanna)। আগামিকাল বুধবার স্কুলে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। যে বা যারা আগামিকাল অনুপস্থিত থাকবেন তাদেরকে কারণ দর্শাতে বলা হবে। কারণ যথোপযুক্ত না হলে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ।
নবান্নের তরফে বিজ্ঞপ্তি বরা হয়েছে, কেউ অসুস্থ হয়ে গেলে, কেউ মাতৃত্বকালীন ছুটি নিয়ে থাকলে এবং হাসপাতালে ভর্তি ব্যতিত কেউ আগামীকাল অফিসে না এলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। সাফ জানিয়ে দিল নবান্ন। যে বা যারা আগামিকাল অনুপস্থিত থাকবেন তাদেরকে কারণ দর্শাতে বলা হবে। কারণ যথোপযুক্ত না হলে তাদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হবে। কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন থাকছে। লালবাজার সূত্রের খবর, শহরের বাজার, শপিং মল, অফিস পাড়া, স্কুল ও কলেজ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।
আরও পড়ুন: শমীকের সঙ্গে বৈঠকের পর দিলীপকে দিল্লিতে তলব
অন্য খবর দেখুন