মালদহ: ফের নাবালিকাকে শ্লীলতাহানির (Minor Girl Sexual Harrashment) অভিযোগ উঠল। এবার এক টোটো চালকের বিরুদ্ধে শ্লীলতাহানির (Sexual Harrashment) অভিযোগ সামনে এল। যার জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনা মালদহের কালিয়াচকের চাঁদপুর গ্রামে (Malda Kaliachak Chandpur)। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রামবাসীরা আটকে রেখে মারধর করে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পাল্টা পুলিশের উপরেই চড়াও হয় বিক্ষুব্ধ জনতা। ঘটনায় এক পুলিশকর্মী ও এক সিভিক ভলান্টিয়ারকে (Civic Volunteer) মারধরের অভিযোগ ওঠে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরে স্কুল আসা যাওয়ার পথে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে শ্লীলতাহানি (Sexual Harrashment) করত এক টোটো চালক। মঙ্গলবার ফের ওই ছাত্রীকে বাড়ি থেকে নিতে গেলে সে যেতে অস্বীকার করে এবং বিষয়টি পরিবারকে জানায়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। এরপরেই গ্রামবাসীরা অভিযুক্ত টোটো চালককে আটকে রেখে বেধড়ক মারধর করে।
আরও পড়ুন: ডিভিসি জল ছাড়তেই চোখ রাঙাচ্ছে বন্যা, ভাসবে এই দুই জেলা
খবর পেয়ে তড়িঘড়ি চাঁদপুর গ্রামে পৌঁছয় কালিয়াচক থানার পুলিশ (Kaliachak Police Station)। সেইসময় উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়। রীতিমতো ধাক্কাধাক্কি, মারধরের শিকার হন এক পুলিশকর্মী ও এক সিভিক। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয় এলাকায়। অভিযুক্তদের পাকড়াও করতে চলে পুলিশি তল্লাশি ও টহলদারি।
আজ মঙ্গলবার দুপুর থেকেই বেশ থমথমে পরিস্থিতি চাঁদপুর গ্রামে। আতঙ্কে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছে বহু পুরুষ। পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। গ্রামবাসীদের বক্তব্য, প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষ তদন্ত না হলে বিক্ষোভ আরও ছড়াতে পারে। পুলিশ সূত্রে খবর, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে।
দেখুন অন্য খবর