ওয়েব ডেস্ক: বিজেপির (BJP) একের পর এক হাইভোল্টেজ সভায় দিলীপ ঘোষের (Dilip Ghosh) অনুপস্থিতি নিয়ে চলছিল নানা জল্পনা। তিনি দলবদল করতে পারেন বলেও মনে করছিলেন অনেকে। তবে মঙ্গলের সন্ধ্যায় সব জল্পনায় জল ঢেলে দিলেন দিলীপ ঘোষ নিজেই। বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর (Samik Bhattacharya) সঙ্গে বৈঠক সেরে বেরিয়েই তিনি জানালেন, “বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি। আমি সবসময়ই সক্রিয়।”
মঙ্গলবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে যান দিলীপ ঘোষ। প্রবেশের সময় কোনও মন্তব্য করেননি তিনি। দিলীপের পর বিজেপির দফতরে পৌঁছন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেখানেই দুজনের সাক্ষাত হয়, দুজনে একটি বৈঠকও করেন। তারপরেই কার্যালয় থেকে বেরিয়ে তিনি বলেন, “শুধু আমি নই, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, আপনার হাত ধরে নবান্ন পৌঁছবো, আপনার নেতৃত্বে লড়াই করতে রাজি আছি।” অর্থাৎ, এদিন এটা সাফ হয়ে গেল যে, আপাতত দলবদলের বিষয়ে ভাবছেন না দিলীপ ঘোষ।
আরও পড়ুন: কোচবিহারে এনআরসি-র নোটিস, রেগে লাল মুখ্যমন্ত্রী!
তা সত্ত্বেও বিজেপির একাধিক সভায় দিলীপ ঘোষের অনুপস্থিতি নিয়ে একটা তো জল্পনা থেকেই গিয়েছে। এদিন সেই সমস্ত জল্পনাতেও বিরতি টানেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এদিন দিলীপ ঘোষ বলেন, “রাজ্যের পদাধিকারী নই। তাই সব মিটিংয়ে থাকতে হবে, তার কোনও মানে নেই।” পাশাপাশি, রাজ্যের শাসক দলকে নিশানা করে এদিন তাঁকে বলতে শোনা যায়, “বলেছিলাম উনিশে হাফ, একুশে সাফ। একুশে সাফ হয়নি। ছাব্বিশে হবে।”
পাশাপাশি মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাতের পর বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও বলেন, “ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। এর মানে এমনটা নয়, কেউ দলের বাইরে চলে গিয়েছেন। কাউকে অন্য দলের বলে দাগিয়ে দেবেন না। কাউকে অন্য দলের বলে দূরে রাখবেন না। আমরা সবাই পদ্মফুল।”
দেখুন আরও খবর: