কলকাতা: দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। পর্দায় ‘সাধক বামাক্ষ্যাপা’ (Sadhak Bamakhyapa) রূপে তিনি ফিরছেন। সেই খবর এফভিএফ এবং হইচইয়ের ‘গল্পের পার্বণ ১৪৩২’ অনুষ্ঠানে ঘোষণা করা হয়েছিল। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। এবার হয়ে গেল ছবির শুভ মহরৎ। ছবিতে মা তারার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে পায়েল দেকে (Payel De)। তাছাড়াও সাধক বামাক্ষ্যাপার বাবার চরিত্রে অভিনয় করবেন সাহেব চট্টোপাধ্যায় (Saheb Chatterjee)। ছবিতে তিনি সাধকের কণ্ঠের সমস্ত শ্যামাসঙ্গীতও গাইবেন। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dasgupta)। সিনেমাটোগ্রাফির দায়িত্বে রয়েছেন সৌমিক হালদার। পরিচালনায় সায়ন্তন ঘোষাল। জানা যাচ্ছে, জুলাইয়ের একেবারে শেষ থেকে শ্যুটিং শুরু হবে এই ছবির।
সাধক বামাক্ষ্যাপা’ রূপে ফের পর্দায় ফিরছেন সব্যসাচী চৌধুরী। তবে এবার আর টেলিভিশন নয়, বড় পর্দায় বামদেবের হয়ে ধরা দেবেন। বামাক্ষ্যাপার চরিত্রে সকলের মন জয় করার পরে, সাধক রামপ্রসাদ রূপে ছোট পর্দায় ফিরেছিলেন সব্যসাচী। ধারাবাহিক শেষ হওয়ার পরে মাঝে দীর্ঘ বিরতি। অনেকেই উদ্বেগ প্রকাশ করছিলেন তাঁকে পর্দায় না দেখতে পেয়ে। নতুন ছবির আসার খবর পেয়ে, তারা দারুণ খুশি। এসভিএফ-এর ব্যানারেই আসছে নতুন ছবি ‘সাধক বামাক্ষ্যাপা’। সোমবার হয়ে গেল এই ছবির মহরত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সায়ন্তন, ইন্দ্রদীপ থেকে শুরু করে সব্যসাচী, পায়েল, সাহেব ও অন্যান্যরা। প্রত্যেকেই পুজোয় যোগ দেন। ছবির জন্য আবার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সব্যসাচী। তিনি বড় চুল ও দাড়ি রেখেছেন। এই ছবির চিত্রনাট্য ও লিখেছেন তিনি।
আরও পড়ুন: ‘পুতুলনাচের ইতিকথা’র মুক্তি কবে?
প্রকাশ্যে আসা ছবির পোস্টারে সব্যসাচীর ঝলক দেখা গিয়েছিল। দেবী তারার বিগ্রহের সামনে, গাল ভর্তি গোঁফ-দাড়ি, গলায় রূদ্রাক্ষের মালা পরে হোম কুন্ডে হোম করছেন বামাক্ষ্যাপা-সব্যসাচী। সাধকের রহস্যময় জীবন, আধ্যাত্মিকতা ও বিশ্বাসের ছবি ফুটে উঠবে এই ছবিতে। হয়ে গেল ছবি মহরত। মহরতে হাজির ছিলেন পর্দার ‘বামাক্ষ্যাপা’ সব্যসাচী চৌধুরী। সাদা পাঞ্জাবিতে এদিন ধরা দিয়েছিলেন নায়ক। তাঁর গাল ভর্তি গোঁফ আর বড় দাড়ি। সম্ভবত ছবি জন্য দাড়ি-গোঁফ বড় করছেন তিনি।
View this post on Instagram
অন্য খবর দেখুন