কলকাতা: যোগ্য-অযোগ্য বিতর্কে উত্তপ্ত রাজপথ। মঙ্গলবার বৃষ্টি মাথায় ফের একবার রাজপথে নামলেন রাজ্যের চাকরিহারা শিক্ষাকর্মীরা (SSC Jobless Protest)। চার দফা দাবি নিয়ে মঙ্গলবার নবান্ন অভিযানে সামিল হলেন গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারারা। দীর্ঘদিন ধরে নিজেদের ‘যোগ্য’ প্রমাণের দাবি জানালেও কোনও স্থায়ী সমাধান না মেলায় এবার রাজ্যের সর্বোচ্চ প্রশাসনিক দফতরের দ্বারস্থ হলেন তাঁরা। বঙ্কিম সেতুর নীচে পুলিশ মিছিল আটকে দেয়। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়ে নবান্ন অভিযান থেকে পিছু হঠতে নারাজ চাকরিহারারা। পরিস্থিতি উত্তপ্তও হয়। এর পরে সেখানে বসে পড়েন তাঁরা।
যোগ্য-অযোগ্য ইস্যুতে নবান্ন অভিযানে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। জানা গিয়েছে, এদিন হাওড়া ময়দানে জমায়েত করে নবান্নের দিকে এগোতচে থাকেন চাকরিহারা শিক্ষাকর্মীরা। হাওড়া ময়দান মেট্রোর কাছে বেলা ১১টা নাগাদ হবে সেই জমায়েত। জড়ো হবে চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের একাংশ। তারপর সেখান থাকে মন্দিরতলা হয়ে মিছিল নবান্নের দিকে এগোতে থাকে। মিছিলের জন্য আঁটোসাঁটো নিরাপত্তা। মোতায়েন হয়েছে পুলিশ। বসানো হয়েছে ব্যারিকেড। ফাঁসিতলা, চার্চ রোড হয়ে বঙ্কিম সেতুর নীচে সেই মিছিল পৌঁছতেই পুলিশ আটকায়। এর পরে সেখানে বসে পড়েন তাঁরা। পুলিশ সূত্রে খবর, হাওড়া পুরসভা পর্যন্ত এই মিছিলের অনুমতি রয়েছে। ফলে বঙ্কিম সেতুতে ওঠার আগেই তা আটকানো হয়। আন্দোলনকারীদের বক্তব্য, যোগ্য শিক্ষাকর্মীদের দাবি সরকারের কান অবধি পৌঁছচ্ছে না। তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রীকে নিজেদের দাবি জানাতেই এই কর্মসূচি। তা আটকে দেওয়ার কোনও কারণ নেই।
আরও পড়ুন: কসবা টু কাঁকুরগাড়ি, টালা-টালিগঞ্জ, জল থইথই শহর কলকাতা, ভোগান্তিতে যাত্রীরা
দেখুন ভিডিও