ওয়েবডেস্ক- আগামীকাল কলকাতায় (Kolkata ) আসছেন জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা (Omar Abdullah) । আগামীকাল সন্ধ্যেবেলায় কলকাতায় আসছেন তিনি। জম্মু-কাশ্মীরের পর্যটন নিয়ে এক অনুষ্ঠানে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে যোগ দেবেন তিনি। বৃহস্পতিবার ১০ জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে বৈঠক হতে পারে ওমর আব্দুল্লার।
পহেলগাম হামলার পরে দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রীর সাক্ষাৎকার অবশ্যই তাৎপর্যপূর্ণ। এদিনের বৈঠকে কী নিয়ে দুজনের সঙ্গে কথা হতে পারে, তা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, পহেলগাম (Pahalgam Incident) হামলা নিয়ে কথা হতে পারে। সেই সঙ্গে আরও একাধিক বিষয়ে আলোচনার সম্ভাবনা। পহেলগাম হামলার পরে জম্মু-কাশ্মীরের তৃণমূলের পাঁচ সদস্যের এক দল গিয়েছিলেন। সেখানে গিয়ে তারা সীমান্তের মানুষের সঙ্গে কথা বলেছিলেন। অমর আবদুল্লার বাসভবনে গিয়ে কথা বলে ওই প্রতিনিধি দলটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি পাঠানোর চেষ্টার প্রশংসাও করেন ওমর। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি পাঠানোর সিদ্ধান্তের প্রশংসাও করেছিলেন ওমর।
আরও পড়ুন- বনধের দিন অফিস আসতেই হবে কর্মচারীদের, কড়া নির্দেশ নবান্নর
কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কথা ভেবেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।
এবার কলকাতায় আসছেন ওমর আবদুল্লা। বৃহস্পতিবার কখন নবান্নে (Nabanna) দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনাসামনি বৈঠক হবে, সেই এখনও কিছু স্পষ্ট করা হয়নি। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের আলোচনা নিয়ে কোন অভিমুখে যায়, সেটাই এখন দেখার।
দেখুন আরও খবর-