ওয়েবডেস্ক- সিবিআই (CBI) ডিরেক্টর (Director) নিয়োগে সুপ্রিম কোর্টের (Supeme Court) প্রধান বিচারপতি (Chief Justice) কেন অভিমত দেবেন? প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Vice President Jagdeep Dhankhar) । এবার বিচার ব্যবস্থার (judicial system)
সমালোচনায় মুখর উপরাষ্ট্রপতি ধনখড়। সিবিআই ডিরেক্টর নিয়োগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মতামত দেওয়ার অধিকার নিয়ে তিনি প্রশ্ন তুললেন।
দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট (ডি এস পি ই) আইন অনুযায়ী তৈরি হয়েছে সিবিআই এবং সেখানেই সিবিআই ডিরেক্টর নিয়োগের পদ্ধতি বলা হয়েছে। লোকপাল এবং ২০১৩ সালের লোকায়ুক্ত আইন অনুযায়ী ওই ডিএসপিই আইনের সংশোধন করা হয়।
সংশোধিত আইন অনুযায়ী উচ্চ ক্ষমতা সম্পন্ন নির্বাচক কমিটি সিবিআই ডিরেক্টর নিয়োগ করবে। যে কমিটিতে থাকবেন প্রধানমন্ত্রী, বিরোধীদলের নেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা তাঁর দ্বারা মনোনীত অন্য কোন বিচারপতি। এর ফলে সাংবিধানিক ব্যবস্থা অনুযায়ী ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নির্বাচিত সরকারের কর্তৃত্বকে ব্যাহত হয়েছে, অভিমত ধনখড়ের।
আরও পড়ুন- অবিশ্বাস্য ঘটনা! কুকুরের ডাকে বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
সিবিআই ডিরেক্টর পদটি আমলা তান্ত্রিক। সেই নিয়োগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অংশগ্রহণ বিস্ময়কর। আমি স্তম্ভিত। কোনো আমলার নিয়োগে আমলাতান্ত্রিক ব্যবস্থাকে কেন অস্বীকার করা হচ্ছে?
সংবিধান অনুযায়ী এটা কি সম্ভব? বিশ্বের কোথাও কি এমন হয়? মন্তব্য ধনখড়ের।
কেরলের কোচিতে ন্যাশনাল ইউনিভার্সিটি অফ এডভান্সড লিগাল স্টাডিজে শিক্ষার্থীদের সামনে তিনি ভাষণ দিচ্ছিলেন।
বিচার ব্যবস্থা যেভাবে তার ক্ষমতার সম্প্রসারণ ঘটাচ্ছে এবং প্রাতিষ্ঠানিক সীমানাকে অস্বীকার করছে, সেই প্রসঙ্গেই তিনি ভাষণ দেন।
এই প্রসঙ্গে প্রবন্ধ লেখার জন্য তিনি শিক্ষার্থীদের আহ্বান জানান। এমন প্রবন্ধ প্রতিযোগিতার বিজয়ীদের তিনি সংসদে অভ্যর্থনা দেওয়ার ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন।
দেখুন আরও খবর-