ওয়েব ডেস্ক: কানাডা শহরে কপিল শর্মা ও তাঁর স্ত্রীয়ের ক্যাফে যেন একেবারে রূপকথার জগত। পুরোপুরি ভিন্ন ধাঁচে তৈরি করেছেন ক্যাফেটি। অন্দরসজ্জা থেকে মেনু সবটাই খোলসা করলেন ইন্সটাগ্রামের পেজে। তারপর থেকেই নতুন জার্নির জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেট অনুরাগীরা। কেমন সাজিয়েছেন , খাবারের তালিকাতেই বা কী কী রয়েছে, চলুন দেখে নেওয়া যাক
কানাডার সাড়ে শহরে কপিল শর্মা ও তাঁর স্ত্রী গিন্নি চতারথ সম্প্রতি যৌথভাবে খুলেছেন একটি ক্যাফে। আর সেই ক্যাফের নাম দিয়েছেন, ‘ক্যাপস ক্যাফে’। কপিল শর্মার শোয়ে এর আগেই একথা জানিয়েছিলেন কপিল অনুরাগীদের। তবে এবার ইন্সটাগ্রামে ক্যাফের অন্দরসজ্জা ও মেনু ভাগ করে নিলেন কপিল ও গিন্নি তাঁদের ক্যাফের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে। আর ক্যাফের উদ্বোধনের পর থেকেই ভিড় জমাতে শুরু করেছে গিন্নি কাপিলের ক্যাফেতে। জানা গিয়েছে, মেনুতে রয়েছে কফি, ব্রাউনি, লেমন পেস্তা কেক, ডোনাট থেকে পেস্ট্রির মতো বিভিন্ন সুস্বাদু খাবার। আর অন্দরসজ্জার ছবি দেখলে আপনিও একবার ঝলকে উঠবেন।
আরও পড়ুন : ভূতের গল্প হলেও থাকবে সমাজের চিত্র! কোন ছবি!
ক্রিস্টালের ঝাড়বাতি থেকে ক্যাফের জানলার পর্দা অথবা ফুলদানির ফুল সবটাই কিন্তু একেবারে ভিন্ন ধাঁচে সাজিয়েছেন তাঁরা। অন্দরসজ্জা আর ক্যাফের মেনু দেখে প্রশংসা করেছেন কপিলের অনুরাগীরা। আর ইন্সটাগ্রামে এই ছবি পোস্ট করার পর থেকেই নতুন জার্নির জন্য ভুরি ভুরি শুভেচ্ছা আসতে শুরু করেছে কপিল ও তাঁর স্ত্রীয়ের জন্য।
দেখুন অন্য খবর