ওয়েব ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় (Social Media) জনপ্রিয় হওয়ার জন্য নানারকম পন্থা অবলম্বন করতে দেখা যায় বেশ কিছু মানুষকে। সেইরকমই জনপ্রিয়তা লাভ করতে গিয়ে এবার বিপাকে পড়ল তিন যুবক। তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ওড়িশায় (Odisha) বৌধ জেলার দালুপালি এলাকায়।
সূত্রের খবর, সোশ্যাল মিডিয়াতে (Social Media) জনপ্রিয়তা পাওয়ার লোভে ভয়ঙ্কর স্টান্ট দেখাতে চেয়েছিল ওই তিন যুবক। রেল লাইনের উপর দাঁড়িয়ে রিল শুট করছিল তিন নাবালক। যার ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। সেখানে দেখা গিয়েছে, এক নাবালক রেললাইনে শুয়ে রয়েছে, আর তার ওপর দিয়ে চলে যায় একটি ট্রেন। সেই দৃশ্য মোবাইলে রেকর্ড করেছে বাকি দুই নাবালক।
আরও খবর : পঞ্জাবে মাঝ রাস্তায় উলটে গেল বাস, মৃত ১০, আহত ৩২
ওই ভিডিওতে বাকি নাবালকদের বলতে শোনা গিয়েছে, রেললাইনে কীভবে শুয়ে থাকলে কোনও ধরণের বিপদ হবে না। আর বাকি দুই বন্ধুর কথা শুনে, এই স্ট্যান্ট করতে রেললাইনের মাঝে গিয়ে শুয়ে পড়ে এক নাবালক। এর পরেই একটি ট্রেন দ্রুত গতিতে এসে ওই নাবালকের উপর থেকে চলে যায়। এর পরেই ভিডিওতে (Video) দেখা যায় তিন নাবালক আনন্দে লাফিয়ে ওঠে। অবশ্য কোনও ধরণের দুর্ঘটনা ঘটেনি।
কিন্তু এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। তা গিয়ে পৌঁছয় পুলিশের কাছেও। এর পর পুলিশ ওই তিন নাবালককে গ্রেফতার করে। এই ঘটনা নিয়ে এক নাবালক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেদের জনপ্রিয়তা বাড়ানোর জন্য তারা এটি করেছে।
দেখুন অন্য খবর :