ওয়েবডেস্ক- পঞ্জাবে ( Punjab) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। মাঝ রাস্তায় উলটে গেল বাস। মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জন যাত্রীর। আহত হয়েছেন প্রায় ৩২ জন যাত্রী। গুরুতর আহত ২৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্জাবের (Punjab) হোশিয়ারপুর (Hoshiarpur District) জেলার দাসুয়া-হাজিপুর এলাকায় এমন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সূত্রে, সোমবার সকালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনার পর প্রাথমিকভাবে স্থানীয়রাই উদ্ধার কাজ শুরু করেন। প্রত্যক্ষদর্শীয়দের বয়ান অনুযায়ী, বাসটি প্রচণ্ড গতিতে ছিল। সেই কারণে টার্ন নিতে গিয়ে উল্টে যায়। ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তাদের চিৎকারে স্থানীয় প্রথমে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করে। পুলিশে খবর দেওয়া হয়। অ্যাম্বুলেন্স ডেকে আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন- তাহাউরের পর হ্যাপি পাসিয়া, খালিস্তানির জঙ্গির শীঘ্রই ভারতে প্রত্যার্পণ
পুলিশ জানিয়েছে, পঞ্জাবের হোশায়ারপুর জেলার দাসুয়া-হাজিপুর এলাকায় একটি বেসরকারি মিনি বাস দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে যান্ত্রিক ত্রুটি ছিল, না চালকের ভুল তা খতিয়ে দেখা হচ্ছে।
মুকেরিয়ানের ডেপুটি পুলিশ সুপার কুলবিন্দর সিং ভির্ক (Deputy Superintendent of Police Mukerian, Kulwinder Singh Virk) জানান, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি হাজিপুর থেকে দাসুয়া যাচ্ছিল, ঠিক সেই সময় চালক গাড়ির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আহত যাত্রীদের দাসুয়ার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেখুন আরও খবর-