ওয়েব ডেস্ক : “ভারত বিশ্বের অন্যতম সমতা ভিত্তিক সমাজ”— কেন্দ্রের এই দাবিকে নিয়ে জোর রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, ভারতের বর্তমান গিনি সূচক (Gini Index) ২৫.৫। এর পর জানানো হয়, আয়-ভিত্তিক সমতায় বিশ্বে চতুর্থ স্থানে ভারত। তবে কেন্দ্রের এই দাবিকে “বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন” বলে কটাক্ষ করেছে কংগ্রেস (Congress)।
এ নিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh) বলেছেন, দেশের ২৮.১% মানুষ দরিদ্রসীমার নিচে রয়েছে। তাই ভারতকে বিশ্বের অন্যতম সমতা-ভিত্তিক সমাজ হিসাবে বলা যায় না। কংগ্রেসের (Congress) দাবি, ২০২৩–২৪ সালে ভারতের শীর্ষ ১০ শতাংশ মানুষের আয় ছিল নিম্ন ১০ শতাংশের ১৩ গুণ।
আরও খবর : যুদ্ধ বিধ্বস্ত ইরান থেকে নিরাপদে তামিলনাড়ু ফিরল ১৫ জন মৎস্যজীবী
কংগ্রেস (Congress) জানায়, ২০২৫-এর এপ্রিল মাসে বিশ্ব ব্যাঙ্কের ‘পভার্টি অ্যান্ড ইকুইটি ব্রিফ’ রিপোর্ট ঘিরেই এই বিতর্কের সূত্রপাত হয়েছে। এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছিল, এই রিপোর্টের ভিত্তিতে সরকারের ভুল ব্যাখ্যা বাস্তব পরিস্থিতিকে আড়াল করছে। কংগ্রেসের আরও অভিযোগ, ২০২১ সালের আপডেটেড PPP (Purchasing Power Parity) রেট ব্যবহার করে দারিদ্র্য হ্রাসের চিত্র ভুলভাবে তুলে ধরছে কেন্দ্র, যেখানে পুরনো তথ্য অনুযায়ী চরম দারিদ্র্যের হার আরও বেশি।
জয়রাম রমেশ আরও বলেছেন, সরকার পুরনো তথ্য, সন্দেহজনক সূচক দিয়ে দারিদ্র্য আড়াল করতে চাইছে। পাশাপাশি কংগ্রেসের (Congress) তরফে মনরেগা-তে মজুরি বাড়ানো, NFSA-র আওতা বৃদ্ধি এবং দ্রুত জনগণনার দাবি জানানো হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারর দাবি, জনধন, DBT, আয়ুষ্মান ভারত, গরিব কল্যাণ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্য ২.৩%-এ নেমেছে।
দেখুন অন্য খবর :