ওয়েব ডেস্ক: অভিনেত্রী কবিতা কৌশিক(Kavita Kaushik) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে একটি ভয়াবহ অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে। একটি জলপ্রপাতে বেড়াতে গিয়ে নিজের পোষ্যকে বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে তাঁর সাহসিকতার জন্য নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
ঘটনাটি ঘটে যখন কবিতা তাঁর স্বামী এবং পোষা কুকুরের সাথে একটি জলপ্রপাতের দিকে ভ্রমণ করছিলেন। ভিডিওতে দেখা যায়, প্রথমে কবিতা তাঁর স্বামীর সঙ্গে আনন্দ করে ছবি তুলছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তাঁদের কুকুরটি জলপ্রপাতের তীব্র স্রোতে মাঝখানে আটকে যায়।
নিজের পোষ্যকে এমন বিপজ্জনক অবস্থায় দেখে এক মুহূর্তও দেরি করেননি অভিনেত্রী। জীবনের ঝুঁকি নিয়ে তিনি দ্রুত জলে ঝাঁপিয়ে পড়েন এবং দক্ষতার সাথে তাঁর কুকুরটিকে উদ্ধার করেন। ভিডিওটি শেয়ার করার সময় কবিতা লিখেছেন, “শুভ জন্মদিন, শুধু একটা কথা মনে করিয়ে দিচ্ছি যে সবসময় অ্যাডভেঞ্চার থাকবে!
আমাদের জন্ম এবং আমাদের হওয়ার জন্য ধন্যবাদ। পুনশ্চ—আমি এই কঠিন পরিস্থিতিতে ‘ভিডিও বানা লো শায়াদ মেরা আখরি হো’ (ভিডিও বানাও, এটি আমার শেষ হতে পারে) বলে চিৎকার করছি না।”
এই ভিডিওটি পোস্ট হওয়ার পরপরই ভক্তরা মন্তব্য বিভাগে কবিতা কৌশিকের সাহসিকতার প্রশংসা করতে শুরু করেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “তোমার জন্য অত্যন্ত গর্বিত!” অন্য একজন মন্তব্য করেছেন, “শুধু তুমিই এটা করতে পারো!! তুমি যেভাবে তোমার কুকুরটিকে বাঁচিয়েছ তা অনেকের পক্ষে সম্ভব নয়।”
তবে ভিডিওতে অন্য একটি কুকুরকেও দেখা যায়, যা স্রোতে ভেসে যাচ্ছিল। অনেক ভক্ত সেই কুকুরটির নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেছেন, “কিন্তু অন্য কুকুরটির কী হবে? সে কি নিরাপদ?”এই ঘটনার পর তাঁর প্রতি ভক্তদের শ্রদ্ধা আরও বেড়েছে।
কাজের ক্ষেত্রে, কবিতা কৌশিক ‘কাহানি ঘর ঘর কি’, ‘কুমকুম – এক পেয়ারা সা বন্ধন’, এবং ‘সিআইডি’-এর মতো জনপ্রিয় টিভি শো-তে অভিনয় করে পরিচিতি লাভ করেছেন।শুধু তাই নয় তিনি ‘বিগবস ১৪’ র অন্যতম উল্লেখযোগ্য প্রতিযোগি ছিলেন।