স্পোর্টস ডেস্ক: স্বপ্নের ফর্মে রয়েছেন শুভমান গিল (Shubman Gill)। ভারতের টেস্ট দলের নতুন অধিনায়ক এজবাস্টন টেস্টে (Edgbaston Test) একের পর এক রেকর্ড চুরমার করেছেন। প্রথম ইনিংসে ২৬৯ রানের ইনিংস খেলে পিছনে ফেলে দিয়েছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলিকে (Virat Kohli)। গিল এই ফর্ম ধরে রাখলে গাভাসকরের আরও একটি রেকর্ড ভেঙে যাবে।
১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে ৭৭৪ রান করেছিলেন সানি। একই সিরিজে একজন ভারতীয় হিসেবে ওটাই সর্বোচ্চ রানের রেকর্ড। এত বছর পর সেই রেকর্ড ভাঙার উপক্রম হয়েছে। ইংল্যান্ডের মাটিতে প্রথম দুই টেস্টে দুটি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি সহ ৫৮৫ রান করে ফেলেছেন গিল। বাকি আছে আরও তিনটি টেস্টে এবং গাভাসকরের রেকর্ড ভাঙতে লাগবে আর মাত্র ১৯০।
আরও পড়ুন: ব্যাটে-বলে ‘ইংরেজ শাসন’, এজবাস্টনের ভূত ছাড়াল শুভমানের ভারত
কিংবদন্তি ভারতীয় ওপেনার নামের আদ্যক্ষর ‘এসজি’, গিলেরও তাই। সানি বলছেন, “গিল যোগ্য দাবিদার। আমার মনে হয় লর্ডসেই রেকর্ডটা ভাঙবে। গিলের টেকনিকের অকৃত্রিমতা দেখতে দারুণ লাগে। হাতে সমস্ত শট আছে এবং আরও বড় কথা, দলের দায়িত্ব কাঁধে নেওয়ার ক্ষমতা আছে। রেকর্ড ভাঙার জন্যই, আমি খুশি হব যদি আরও এক এসজি এই রেকর্ড ভাঙে।”
গাভাসকর আরও বলেন, “গিল যদি প্রথম ব্যাটার হিসেবে এক সিরিজে ১০০০ রান করতে পারে তাহলে সেটা হবে সবথেকে অসাধারণ বিষয়। আরও কমপক্ষে ছ’টা ইনিংস হাতে আছে। আর যে ধরনের ফর্মে আছে তাতে ও এমন রেকর্ড তৈরি করতে পারে যা ভাঙা প্রায় অসম্ভব হয়ে পড়বে।” প্রসঙ্গত, এক সিরিজে সবথেকে বেশি রানের রেকর্ড স্যর ডন ব্র্যাডম্যানের (Sir Don Bradman), তিনি করেছিলেন ৯৭৪ রান।
দেখুন অন্য খবর: