ওয়েব ডেস্ক : চলছে ব্রিকস (BRICS) সামিট । আর এই সম্মেলন চলাকালীন বড় ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট জোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ব্রিকসের সঙ্গে যারা জড়িয়ে থাকবে সেই দেশ গুলির উপর অতিরিক্ত ১০ শতাংশ কর চাপানোর হুঁশিয়ারি দিলেন তিনি। ট্রাম্প আরও বলেছেন, ব্রিকস হল আমেরিকা (America) বিরোধী।
এই ব্রিকস (BRICS) সম্মেলনে যোগ দিতে শনিবার রিও ডি জেনেরিও-র গ্যালিও আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। তাঁকে সেখানে রাজকীয়ভাবে অভ্যর্থনা দেওয়া হয়। সেখানে তিনি বক্তৃতা দেওয়ার সময় দক্ষিণ গোলার্ধের বিভিন্ন দেশের কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, এই দেশগুলির ‘বঞ্চনা’র স্বীকার। গ্লোবাল সাউথের স্বার্থকে কেউ দেখেন না বলে অভিযোগ করেছেন তিনি।
আরও খবর : আর্জেন্টিনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা, বাংলায় পোস্ট মোদির
তবে এই বক্তৃতার পরই ব্রিকস (BRICS) সদস্যদের উপর নতুন করে শুল্কবোমা চালালেন মার্কিন প্রেসিডেন্ট। নিজস্ব সোশাল মিডিয়ায় ট্রাম্প (Trump) লিখেছেন, “যে দেশ ব্রিকসের আমেরিকা-বিরোধী নীতির সঙ্গে যুক্ত থাকবে, তাদের উপর অতিরিক্ত ১০% শুল্ক আরোপ করা হবে। এই নীতির কোনও ব্যতিক্রম হবে না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!” তবে আমেরিকা বিরোধী নীতি বলতে ট্রাম্প ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা তিনি নিজস্ব সোশাল মিডিয়ায় উল্লেখ করেননি।
একদিকে ব্রিকসের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হল ভারত (India)। অন্যদিকে বর্তমানে আমারিকার সঙ্গে বর্তমানে ভারতের সম্পর্কের উন্নতি হচ্ছে। কিছুদিনের মধ্যে দুদেশের মধ্যে বাণিজ্যচুক্তি হওয়ার কথা রয়েছে। তার ফলে ভারতের ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন কিছুটা শুল্ক কমাতে পারে বলে আশা করা হচ্ছিল। তবে এবার ব্রিকস-এর সদস্য দেশগুলিকে হুঁশিয়ারি দিয়ে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প (Trump)।
দেখুন অন্য খবর :