ওয়েব ডেস্ক: ৪১ বছর পর মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস তৈরি করেছেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা (Indian Astronaut Shubhanshu Shukla)। ১৪ দিনের মিশনে ইতিমধ্যেই ১০ দিন কেটে গিয়েছে। এবার মহাকাশ থেকে শুভাংশুর নতুন ছবি সামনে এল। ছবিতে দেখা গেল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (Shubhanshu Shuklas Image International Space Station) জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন শুভাংশু। বাইরে ঝলমলে রোদ। সেখানে কাপুলা থেকে হাসিমুখে ছবি তোলেন তিনি। অ্যাক্সিওমের তরফে শুভাংশুর সেই ছবি পোস্ট করা হয়েছে।
শুভাংশুই ভারতের প্রথম নভশ্চর, যিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রেখেছেন। অ্যাক্সিয়ম-৪ নামে এই অভিযানে শুভাংশু ছাড়াও রয়েছেন আরও তিন নভশ্চর। ২৬ জুন বৃহস্পতিবার বিকেল চারটে নগাদ ‘ডকিং’ প্রক্রিয়া’ সম্পূর্ণ হয় ড্রাগন নাম্নী মহাকাশযানের। তারপরই আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখেন শুভাংশু। বার্তা দেন, ‘গর্বের মুহূর্ত’। ইতিমধ্যেই সেখানে ১০ দিন কাটিয়েও ফেলেছেন তাঁরা। আপাতত নানা বৈজ্ঞানিক পরীক্ষানিরীক্ষা করেই তাঁদের দিন কাটছে। যদি তাদের এই গবেষণা সফল হয়, তবে মহাকাশ অভিযানের ভবিষ্যৎ নিয়ে বড় দিক খুলে যেতে পারে। মহাকাশ থেকে নরেন্দ্র মোদির সঙ্গেও কথা হয়েছিল শুভাংশুর। প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, মহাকাশ থেকে পৃথিবীকে কেমন দেখতে লাগে? শুভাংশু উত্তর দিয়েছিলেন, মহাকাশ থেকে দেশবিদেশের সীমানা দেখা যায় না। দেখা যায় না কাঁটাতার। এ এক ঐক্য এবং মানবতার অনুভূতি!
আরও পড়ুন: আর্জেন্টিনায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা, বাংলায় পোস্ট মোদির
মহাকাশ থেকে মা-বাবা-বোনকে ভিডিও কলও করেছেন শুভাংশু। এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের আইকনিক গম্বুজাকৃতির ‘কুপলা’ অংশতে দেখা গিয়েছে তাকে। ‘কুপলা’র একাধিক আকৃতির জানলা দিয়ে দেখা যাচ্ছে নীল মহাকাশ। মহাকাশ থেকে সূর্যোদয় দেখেছেন তিনি। মহাকাশ থেকে পৃথিবীতে সূর্যোদয় কেমন দেখায়, তা ভিডিয়ো কল করে দেখান। শুভাংশুর তাঁর বাবাকে জানিয়েছেন সে কথা। শুভাংশুর বাবা শম্ভুদয়াল শুক্লর কথায়, ‘‘এই সূর্যোদয়ের তুলনা হয় না। মহাকাশ কেন্দ্রের জানলা থেকে সূর্যোদয়!’’
অন্য খবর দেখুন