ওয়েব ডেস্ক: কিছুদিন আগে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন(Deepika Padukone)কাজের সময়সীমা বেঁধে (8-hour shift) দেওয়ার দাবি তুলেছিলেন। বিশেষত তার ছিল নতুন মায়েদের জন্য। দৈনিক ৮ ঘন্টা কাজের(8-hour shift)) কথা বলেছিলেন তিনি। তার মতে কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা বিশেষভাবে জরুরি।
দীপিকার এসব মন্তব্য নিয়ে বলিউডে চর্চা শুরু হয়েছিল। অনেকেই এই দাবিকে যুক্তিসঙ্গত বলে সমর্থনে করেছিলেন। দীপিকার এই দাবি বলিউডে যথেষ্ট বিতর্ক তৈরি করেছে।
এবার এই বিষয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রশ্মিকা মান্দানা(Rashmika Mandanna)। তিনি মূলত দক্ষিণী চলচ্চিত্রের হলেও বলিউডেও এখন পরিচিত নাম। রশ্মিকা দীপিকার বক্তব্যের সমালোচনার সুরে বলেছেন,’আট কেন! সিনেমার স্বার্থে বারো ঘন্টাও কাজ করতে পারি’। বছরখানেক আগে আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ খ্যাত রাশ্মিকা সারা ভারতে এখন যথেষ্ট জনপ্রিয়।
পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিম্যাল’(ANIMAL) ছবিতে রণবীর কাপুরের(Rair Kapor) ঘরনির ভূমিকা নজর কেড়েছেন রশ্মিকা। ‘পুষ্পা গার্ল’(Pushpa Girl)) গ্ল্যামারের ঝলক ছেড়ে এখানে একেবারেই সাদামাটা গৃহবধূর চরিত্রে অভিনয় করেছেন।
সাম্প্রতিক বিতর্ক সেই সন্দীপ রেড্ডি ভাঙ্গারই আপকামিং সিনেমা ‘স্পিরিট’ নিয়ে। এখানে নায়িকা চরিত্রে কাজ করার কথা ছিল দীপিকা পাড়ুকোনের। কিন্তু মেয়ে দুয়ার জন্মের পর কাজে ফিরে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করবেন না। এই মুহূর্তে তাঁর কাছে মেয়েকে বড় করাই অগ্রাধিকার। তা মানতে নারাজ পরিচালক ও টিম। ফলে এই প্রোজেক্ট থেকে বাদ পড়তে হয় দীপিকাকে। সম্ভবত তাঁর জায়গায় বেছে নেওয়া হয়েছে বলিউডের আরেক নজরকাড়া উঠতি অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে।
রশ্মিকা মান্দান্না একটি সাক্ষাৎকারে বলেন যে, “এটি একটি ব্যক্তিগত বিতর্ক, এবং চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতার মধ্যে কাজের সময় নিয়ে একটি চুক্তি হওয়া উচিত।” তিনি আরও বলেন, “ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মাঝে মাঝে অভিনেতারা ২-৩ দিন ধরে একটানা কাজ করে, যা একটি খারাপ পরিস্থিতি।”
সুতরাং, রশ্মিকা সরাসরি দীপিকাকে খোঁচা দেননি, বরং কাজের সময় নিয়ে একটি সাধারণ মতামত প্রকাশ করেছেন।