সাকিল মুস্তাক, নিউটাউন: দিলীপ ঘোষকে (Dilip Ghosh) নিয়ে জল্পনা কিছুতেই পিছু ছাড়ছে না। বিজেপির(Bjp) মূল অনুষ্ঠানগুলিতেও তাঁকে দেখা যাচ্ছে না। ফলে বিতর্ক আরও জোরালো হচ্ছে। সোমবার সকালে নিউটাউন (New Town) ইকোপার্কে (Eco Park) প্রাতঃভ্রমণে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকরা ঘিরে ধরেন তাঁকে। সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, ২১ তারিখ আপনাকে নাকি ধর্মতলার মঞ্চে দেখা যাবে?
দিলীপ ঘোষের উত্তর, কোনও না কোনও মঞ্চে তো আমাকে দেখা যাবেই। আসুক না ২১ তারিখ (21 July)। রাজনীতি জল্পনা চলে। দেখা যাক না কি হয়। মানুষ কি জানতে চায় সেটাই আসল। জল্পনা দিয়েই অনেকের রাজনীতি হয়। আমার জল ও নেই। পোনাও নেই। আমার রাজনীতি আছে। পদ্ম থেকে জোড়া ফুলে তো যাতায়াত লেগেই থাকে। সেই তত্ব থেকেই অনেকে বলে। এই প্রশ্ন তো আপাতত রোজ জিজ্ঞাসা করবেন। আপনাদের আর কোনও প্রশ্ন থাকলে বলুন। ২১ তারিখের পর এই প্রশ্ন আপনাকে আর করতে হবে না? ২১ জুলাইয়ের পর আর কোনও প্রশ্ন থাকবে না। সব প্রশ্নের সমাধান হয়ে যাবে।
আরও পড়ুন- দিলীপ ঘোষ কোথাও যায়নি, কেন বললেন শমীক ভট্টাচার্য ?
সামনেই ২০২৬ বিধানসভা নির্বাচন (2026 Assemble Election)। তার বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের উপস্থিতি নিয়ে জোর জল্পনা। দিলীপ ঘোষ কী তৃণমূলে (Tmc) যাচ্ছেন? এখন এই প্রশ্নই সব থেকে জোরালো হয়ে উঠছে। সম্প্রতি বিজেপি তার সভাপতি হিসেবে বেছে নিয়েছে শমীক ভট্টাচার্যকে। এই প্রশ্নের অবশ্য কোনও রকম আমল দিতে নারাজ শমীক ভট্টাচার্য। শমীকের স্পষ্ট জবাব, দিলীপ ঘোষ কোথায় গেছেন? যে ফিরে আসবেন? দল তাঁকে যে কাজে প্রয়োজন হবে সেখানে লাগাবে।
তবে বিজেপি যত এই ধরনের প্রশ্ন এড়িয়ে যাক, তাও বিতর্ক আর কিছুতেই পিছু ছাড়ছে না। দিঘায় জগন্নাথ ধামের মন্দির প্রতিষ্ঠা, মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ, আর সেই আমন্ত্রণে সাড়া দিয়ে দিলীপ ঘোষের দিঘায় সস্ত্রীক আসা সবটাই বিতর্কের জন্ম দিয়েছে।
দেখুন আরও খবর-